প্রণাম করতে গিয়ে ব্লাউজ ছিঁড়ে গেলো কথার! কথাকে অসম্মান করার সুযোগ পেয়ে গেলো ম্যান্ডি!

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সবথেকে জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে কথা (Katha)। শুরু থেকেই নায়ক নায়িকার রসায়ন নজর কেড়ে নিয়েছিল দর্শকদের। সম্প্রতি ধারাবাহিকের পর্বগুলি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। চলতি সপ্তাহে প্রতিপক্ষকে পরাজিত করে টিআরপি টাপারের জায়গা দখল করেছে কথা। বহুদিন পর বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক।

বেশ অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প সম্প্রচার করছে এই ধারাবাহিক। নায়ক অগ্নিভ অর্থাৎ এভি এবং নায়িকা কথা, অর্থাৎ মিস গোবর দেবীর জুটি এখন দর্শকদের চোখে সেরা। পূর্বে নানা রকম ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে গেলেও বর্তমানে একটু একটু করে নায়ক নায়িকা একে অপরের কাছাকাছি আসছে। তাই বর্তমান পর্বগুলি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

কথা আজকের পর্ব ১৯ মে (Kotha Today Episode 19 may)

কথাকে আগলে রাখে এভি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সময়মতো অনুষ্ঠানে পৌঁছে যায় কথা আর অগ্নিভ। সেখানে গিয়ে কথাকে এভি বলে, “আমি যেমন ভাবে বলবো ঠিক তেমনভাবে চলবি। এখানে কোনো গোবর গিরি করতে যাসনা যেন।” এত বড় একটা জায়গায় এসে এমনিতেই কথা ভীষণ ভয় পেয়ে থাকে তাই এর কোন প্রত্যুত্তর দিতে পারে না সে। কথা আর এভির এই ঘনিষ্ঠতা কিছুতেই সহ্য করতে পারে না ম্যান্ডি। রাগে তার গোটা শরীর জ্বলে যায়।

প্রণাম করতে গিয়ে বিপাকে কথা

এর মধ্যেই চলে এসেছে অগ্নিভর দাদু। সবাই তাকে অনেক সম্মান জানায়। কারণ এই তল্লাটে তার মতন ব্যবসাদার মানুষ আর দুটো নেই। তাকে দেখামাত্রই সেখানে চলে আসে কথা। সে দাদুকে প্রণাম করে এবং আশীর্বাদ চেয়ে নেয়। কথা বলে, “আশীর্বাদ করুন আমি যেনো আপনার নাতির সম্মান রক্ষা করতে পারি।” দাদুও মন ভরে আশীর্বাদ করে কথাকে। কিন্তু সেটা করতে গিয়ে মহা বিপদে পড়ে কথা। তার ব্লাউজটা পিছন থেকে ছিড়ে যায়।

আরো পড়ুন: সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলো সুইটি! পর্ণার তার কেটে দিলো কৃষ্ণা, ফিরে এলো সেই আগের আলোকপর্ণা!

হারবাল টির প্রশংসায় পঞ্চমুখ এভি

কথার ভীষণ চিন্তা হতে থাকে কারণ এখন অবধি অনুষ্ঠান শুরু হয়নি। এভি মনে মনে ভাবে আসতে আসতে যদি কথা কোন ভাবে পড়ে যায় তাহলে গন্ডগোল হবে, তাই সে নিজেই এগিয়ে যায় কথাকে আনতে। এরপর শুরু হয় অনুষ্ঠান। সেখানে প্রথমেই অগ্নিভর দাদুকে অনেক সম্মান জানানো হয়। এরপর মঞ্চে উঠে এভি। সে বলে, তারা যে হালবাল টি লাঞ্চ করছে সেটা প্রত্যেকের ভালো লাগবে। আর “এটা যে বানিয়েছে সে এখানে উপস্থিত আছে। তার নাম কথাকলি গুহ।” সবাই এটা শুনে হাততালি দিতে থাকে।

Back to top button