কারোর ভাগ্যে ৩০ আবার কারোর ভাগ্যে ৮০! উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন ফলাফল করলেন ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেত্রীরা?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আর এই ধারাবাহিক গুলির হাত ধরে নবাগত সব অভিনেত্রীদের সাথে আমাদের আলাপ হয়। আর তাদের মধ্যে কয়েকজন অভিনেত্রী চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি উচ্চমাধ্যমিকে সিবিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। জি বাংলার বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রী এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মিত্তির বাড়ি ধারাবাহিকের জোনাকি অভিনেত্রী অভিনেত্রী পারিজাত চৌধুরী। অন্যদিকে পুবের ময়না ধারাবাহিকের ময়না অর্থাৎ অভিনেত্রী ঐশানি দে আরেকজন হলেন তুই আমার হিরো ধারাবাহিকের অভিনেত্রী মোহনা মাইতি।

এই তিন অভিনেত্রী এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তিনজনই বেশ জনপ্রিয় দর্শকমহলে। মোহনা তো দীর্ঘ দিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। গৌরী এলো, কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর বর্তমানে তাকে তুই আমার হিরো ধারাবাহিকে দেখা যাচ্ছে। অন্যদিকে জি বাংলাতে প্রথম পুবের মারা ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছে ঐশানি। পারিজাত এর আগে হইচইতে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে কাজ করেছে আর ছোট পর্দায় মিত্তির বাড়ি পারিজাতের প্রথম কাজ।

কিন্তু জানেন কি আপনাদের প্রিয় অভিনেত্রীরা কে কেমন রেজাল্ট করেছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। ১৪ ঘণ্টা শুটিং করে তার মধ্যে যতটুকু পড়াশোনা হয় আর বাড়ি ফিরে রাত জেগে পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকে। তার মধ্যে কেউ ভালো ফলাফল করেছে আবার কেউ মনের মত ফলাফল করতে পারেনি।

আরও পড়ুনঃ টিআরপির লোভে চরম মিথ্যাচার! মানুষের আবেগ বেচে টাকা কমাচ্ছে রিয়ালিটি শো! সব সত্যি ফাঁ’স করলেন শ্বেতা ভট্টাচার্য!

যেমন পুবের ময়না ধারাবাহিকের ঐশানি সবথেকে ভালো রেজাল্ট করেছে, পেয়েছে ৯২%। অন্যদিকে মিত্তির বাড়ির জোনাকি অর্থাৎ পারিজাত পেয়েছে ৮২ শতাংশ নাম্বার। তবে তুই আমার হিরো ধারাবাহিকের নায়িকা মোহনা নিজের নম্বর কারো সঙ্গে ভাগ করতে চাননি। তিনি জানিয়েছেন তিনি ভালো মতোই পাশ করে গিয়েছেন, কিন্তু মনের মত ফলাফল করতে পারেননি।

Back to top button