টিআরপির লোভে চরম মিথ্যাচার! মানুষের আবেগ বেচে টাকা কমাচ্ছে রিয়ালিটি শো! সব সত্যি ফাঁ’স করলেন শ্বেতা ভট্টাচার্য!

জি বাংলার (Zee Bangla) পর্দায় দীর্ঘদিন ধরে চলার জনপ্রিয় ধারাবাহিক গুলির একটি হল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরেই চলছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের হাত ধরে জুঁটি বেধেছে অভিনেতার রণজয় (Ronojoy Bishnu) এবং অভিনেত্রী শ্বেতা (Sweta Bhattacharya)। দুজনেরই জুটি বেশ পছন্দ করছেন দর্শক। এমনিতেই দুজনে দর্শকমহলে বেশ পরিচিত, এর আগেও ধারাবাহিকে দুজনকে দেখা গিয়েছে। তবে একসঙ্গে জুটি বেঁধে তাদের এই ধারাবাহিক যেন আরো জনপ্রিয়তা পাচ্ছে।
ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। এবারে এই ধারাবাহিকের মাধ্যমেই ফুটে উঠলো রিয়েলিটি শো গুলির আসল সত্যতা।
আমরা যেকোনো রিয়েলিটি শো তে দেখতে পাই সেখানে যারা প্রতিযোগী হিসেবে আসেন তাদের জীবনের কত ওঠা পড়ার গল্প ফুটিয়ে তোলা হয়। তাদের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়। তাদের অনেক কষ্টের কাহিনী শুনে আমাদের চোখে জল চলে আসে। কিন্তু আদৌ কি সেইসব গল্প সত্যি? নাকি পুরোটাই দর্শকদের আকর্ষণ পাওয়ার চেষ্টা? এই প্রশ্ন বারবার অনেকের মনেই এসেছে।
এবারে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মাধ্যমে সেই সত্যি তুলে ধরা হয়েছে। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে শ্যামলী একটি রান্নার রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছে সেখানেই তাদের জনপ্রিয়তার জন্য শ্যামলীকে দিয়ে তারা মিথ্যে কথা বলিয়েছে। তার শ্বশুর বাড়ির নামে কত খারাপ খারাপ কথা বলতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুনঃ তিন তিনটে বিয়ে করেও মেটানি শখ! ফের টলিউডের সুন্দরী নায়িকার দিকে হাত বাড়ালেন কাঞ্চন মল্লিক! জনসমক্ষে দিলেন বিয়ের প্রস্তাব!
আর সেই প্রভাব পড়েছে অনিকেতের উপর। সাধারণ মানুষ ওই রিয়েলিটি শো এর কথা গুলোকে সত্যি ভেবে অনিকেতের উপর আক্রমণ করে। আসলে বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটেছে। তবে কি আসলেই টিআরপি আর জনপ্রিয়তার জন্যই রিয়েলিটি শো গুলিতে এসব দেখানো হয়?