গলা বুজে এসেছে, পর পর সমস্ত শো বাতিল! হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন অদিতি মুন্সী!

চারিদিকে এখন চলছে পুজোর মরশুম, আর এই মুহুর্তে বাংলায় ভক্তি গীতি মানেই যাঁদের নাম সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। সব সময় নিজের অসাধারণ কণ্ঠের জন্য শিরোনাম দখল করে থাকেন এই জনপ্রিয় গায়িকা। তবে এবার কোনও গানের জন্য নয়, তিনি শিরোনামে কারণ নভেম্বরে তাঁর সব শো বাতিল করেছেন তিনি।

আচমকাই কেনো পর পর শো বাতিল হচ্ছে অদিতির? কি হয়েছে তার? অল্প অল্প শীত পড়েছে। তার মধ্যে জগদ্ধাত্রী পুজো চলছে। এই সময়টা সঙ্গীত শিল্পীদের ব্যস্ততা থাকে একেবারে তুঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলা কিংবা দেশে-বিদেশে শো করতে যান এই সঙ্গীত শিল্পীরা।

এমন সময় সমাজমাধ্যমের পাতায় পোস্ট দিয়ে অদিতি জানালেন আগামী সব শো বাতিল করছেন তিনি। হঠাৎ কী হল অদিতির? এক সংবাদ মাধ্যমের তরফে অদিতিকে যোগাযোগ করা হলে জানা যায়, গায়িকার গলা একেবারেই ভেঙে গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ভয়েস ইনজ্যুরি’। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি।

তাঁর সহকারী জানান, দুর্গাপুজোর সময় থেকেই তিনি একের পর এক শো করছেন। মাঝে তিনি গানের অনুষ্ঠান করতে আমেরিকায় যান। জলবায়ু পরিবর্তন হওয়ায় বেশ প্রভাব ফেলেছে অদিতির কণ্ঠে। লাগাতার শো থাকায় বিশ্রাম পায়নি তাঁর গলা। তাই অসুস্থ হয়ে পড়েন। আপাতত ক’দিন চিকিৎসক তাঁকে ‘ভয়েস রেস্ট’-এ থাকার পরমার্শ দিয়েছেন। খুব শীঘ্রই তিনি ফিরবেন মঞ্চে।

অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়াতে অদিতি লেখেন, ‘‘গলার অবস্থা খারাপ। তবে আপনাদের গান না শোনাতে পারার দুঃখ রয়েছে। আশা করছি, দ্রুত ফিরে আসতে পারব গানের জগতে।’’ ২২ নভেম্বর চন্দনগরে, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল তাঁর। শারীরিক অসুস্থতার কারণে সব ক’টি বাতিল করা হয়েছে। আগামী মাস থেকেই ফের শো শুরু করবেন অদিতি।

Back to top button