‘আমার স্ট্রাগলের কথা না ভেবেই লোকে আমায় জাজ করে…’, সোশ্যাল মিডিয়ায় ট্রো’লিং নিয়ে সরাসরি মুখ খুললেন শ্রাবন্তী

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। টলি ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে পরিচিত অভিনেত্রীকে প্রায়শই সহ্য করতে হয় সোশ্যাল ট্রোলিং। বিশেষ করে বিবাহ, প্রেম চর্চা, বিচ্ছেদ প্রসঙ্গে উপরের দিকে নাম থাকে শ্রাবন্তীর। তবে ট্রোলিং নিয়ে সেভাবে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর স্পষ্ট জবাব, “তাঁর স্ট্রাগলের কথা না ভেবেই জাজ করতে শুরু করে সবাই।”

বহুদিন হলো টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শ্রাবন্তী।‌ একাধিক সুপারহিট ছবির নায়িকা তিনি। দেব, জিৎ, সোহম, প্রায় সমস্ত অভিনেতার পাশেই দেখা গিয়েছে শ্রাবন্তীকে। একাধারে যেমন অভিনয় পারদর্শিতায় তিনি নাম করেছেন, অন্যদিকে এক অধিক দিয়ে প্রসঙ্গে শিরোনামে নাম এসেছে শ্রাবন্তী চ্যাটার্জির। বলাই বাহুল্য বিয়ের হ্যাটট্রিক পার করেছেন তিনি। আর সেই কারণেই তাঁকে নিয়ে নিত্য ট্রোলিং চলে সোশ্যাল মাধ্যমে। ‌

Srabanti chatterjee

সোশ্যাল মিডিয়ার ট্রোলিং কতটা প্রভাব ফেলে শ্রাবন্তীর ওপর? অভিনেত্রী জানান, “প্রথম প্রথম অনেক বেশি খারাপ লাগতো। মানুষ আমাকে না চিনে এত কথা বলে দিচ্ছে। তাদের মধ্যে কেউই জানে না আমি কতটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছি। তবে আমি জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার জার্নিটা আমি জানি, আমার পরিবার জানে। বাকিরা না জেনেই আমাকে জাজ করতে বসে।”

এরপর শ্রাবন্তী এও বলেন, “তবে অনেক মানুষই আছেন যারা আমায় ভালোবাসেন। সমাজে যেমন পজিটিভ ও নেগেটিভ থাকে, তেমনই প্রত্যেক মানুষের জীবনে এমন দুই ধরনের মানুষ থাকে। তাই শুধুমাত্র পজিটিভিটিকে আঁকড়ে ধরে ভালো ভাবে এগিয়ে চলতে হবে।” এরপর বিয়ে প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী শ্রাবন্তী। তাঁকে নিয়ে চারিদিকে ছড়ানো অসংখ্য ট্রোলিংয়ের যোগ্য জবাব তিনি দেন।

আরও পড়ুনঃ পুঁটির ক্ষতি করতে দত্ত বাড়িতে হাজির ইশা, জন্মদিনের উপহারের মাধ্যমে চরম ক্ষতির সম্মুখীন পুঁটি!

অভিনেত্রী বলেন, “আমরা পাবলিক ফিগার, তাই আমরা সফট টার্গেট সবারই। আমাদের জীবন নিয়ে অনেক বেশি জলঘোলা করা যায়। কিন্তু বাস্তব এটাই যে, সারা পৃথিবীতে কত মানুষ কত কিছু করছে, সেসব নিয়ে মাথাব্যথা থাকে না কারোর।” আপাতত তিনি বড় পর্দার ‘দেবী চৌধুরানী’। একেবারে নতুন আঙ্গিকে তিনি উপস্থিত হতে চলেছেন দর্শকের সামনে। ‌ নতুন ছবি নিয়ে আশাবাদী শ্রাবন্তী। অভিনেত্রী বললেন, আমি নিজেকে নায়িকা কম অভিনেত্রী হিসেবেই বেশি দেখি। নতুন ছবি সবার ভালো লাগবে, এমনটাই মনে করছেন তিনি।

Back to top button