অবশেষে ইন্দ্রানী হালদারের কোলে ফুটফুটে কন্যা সন্তান! মেয়েকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে উপস্থিত অভিনেত্রী!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে বর্তমানে জনপ্রিয় মাধ্যম ওটিটি-তেও অবাধ চলাচল রয়েছে এই অভিনেত্রীর। ছোট পর্দায় গোয়েন্দা গিন্নি, শ্রীময়ী প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।

তবে এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা। কেন হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনেত্রী? তবে এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা।

কিন্তু এসবের মাঝেই অভিনেত্রীর জীবনে এলো খুশির খবর। নতুন সদস্য এলো অভিনেত্রীর জীবনে। অভিনেত্রী সুখের জীবন কিন্তু এত সাফল্যের পরেও একটি আক্ষেপ রয়েই গিয়েছিল ইন্দ্রাণীর। এতদিন পর্যন্ত তিনি ছিলেন নিঃসন্তান। অবশেষে অভিনেত্রীর জীবনে এলো তার প্রথম সন্তান।

একবার এক রিয়েলিটি শো এর মঞ্চে এসে অভিনেত্রী বলেন, “আমার এই আক্ষেপটাই রয়ে গেল আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম যে, মা-ই হতে পারলাম না। সন্তানের জন্ম দেওয়া হল না। সেটাই আমার আর আমার স্বামীর আফসোস। একটা সময় অবশ্য আমরা চেষ্টা করেছিলাম বাচ্চার জন্য। কিন্তু তখন দু’জনের বয়সই বেড়ে গিয়েছে। আমার চল্লিশের বেশি হয়ে গিয়েছিল। তখন আমরা চেষ্টাই বন্ধ করে দিই। তবে আমার দত্তক নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভাস্কর চায়নি। তাই মা হওয়া আমার হল না। আমি অক্ষম। এই ক্ষোভটাই রয়ে যাবে সারা জীবন।”

আরও পড়ুনঃ মিঠিকে না পেয়ে আত্ম’হত্যার পথ বেছে নিল প্লুটো! ভালবাসার মানুষের জন্য আত্মত্যাগ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

এবারে অভিনেত্রীর সেই আক্ষেপ আর রইলো না। সুন্দর ফুটফুটে কন্যা সন্তান এলো অভিনেত্রীর কোলে। এত বছর পর অভিনেত্রীর মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তাই জন্য অভিনেত্রীর মা অভিনেত্রী সন্তানের নামে ভগবানের কাছে পুজো দেয়। অভিনেত্রীর কন্যা সন্তানের নাম জেসি। এখন তাকে নিয়ে সারাদিন কাটছে অভিনেত্রীর। তাকেই এখন পুরোটা সময় দিতে হচ্ছে তাই অভিনয় জগৎ থেকেও নিজেকে দূরে রেখেছেন। তবে অভিনেত্রীর এই কন্যা সন্তান কিন্তু কোন মানুষ নয়, সে একটি কুকুর ছানা। হ্যাঁ, ঠিকই শুনছেন আর তাকে নিজের সন্তানের মত করে মানুষ বড় করে তুলছেন ইন্দ্রানী।

Back to top button