এক মেয়ে চোর, তো অন্য মেয়ে সাধু! দুই বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় দুই জনপ্রিয় অভিনেত্রী! আসছে জোয়ার ভাটা! প্রকাশ্যে দুর্দান্ত প্রোমো

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হতে চলেছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে যা দেখে দর্শক বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গাবো ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিটে জোড়া ধারাবাহিক শেষ করেছে। খুব শীঘ্রই শুরু হবে এই দুই অভিনেত্রী নতুন ধারাবাহিক।
ধারাবাহিকের প্রমো ভিডিওতে দেখানো হয়েছে গল্পের দুই নায়িকা। তারা দুই বোন। একজন সৎ, পরিশ্রমী অন্যজন চিটিংবাজ। একদিকে ছোট বোন নিজের স্বপ্ন পূরণের জন্য চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে তো অন্যদিকে বড় বোন বড়লোকদের বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে। আর বড় বোনকে রক্ষা করছে ছোট বোন। শ্রুতির চরিত্রের নাম হতে চলেছে নিশা এবং আরাত্রিকার চরিত্রের নাম হতে চলেছে উজি।
আরও পড়ুনঃ অবশেষে ইন্দ্রানী হালদারের কোলে ফুটফুটে কন্যা সন্তান! মেয়েকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে উপস্থিত অভিনেত্রী!
টেন্ট সিনেমার পক্ষ থেকে আসছে এই নতুন ধারাবাহিক। সুশান্ত দাসের পরিচালনা ও প্রযোজনায় জি বাংলার পর্দায় আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম জোয়ার ভাটা। ধারাবাহিকটি কবে কোন সময় আসবে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে প্রোমো ভিডিও দেখে তো দর্শকেরা অধীর আগ্রহে দিন গুনছেন।
https://fb.watch/BBodCjKFse/