নায়িকা হয়ে যে জনপ্রিয়তা পান নি সেটাই পাচ্ছেন খলনায়িকা হয়ে! “পঞ্চমী”র চিত্রা ওরফে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর নেতিবাচক চরিত্র দর্শকমহলে রীতিমত সারা ফেলে দিয়েছে

‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ ছোট পর্দায়। তবে ন’মাসের মাথায় বন্ধ হয়ে যায় এই সিরিয়াল। খানিকটা অন্তরালেই ছিলেন পর্দার ‘উমা’ অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তী। এ দিকে মাস খানেক হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। নাগদেবতা ও তার অলৌকিক ক্ষমতার গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন সুস্মিতা দে। এ বার এই ধারাবাহিকে কালনাগিনী হয়ে ফিরছেন শিঞ্জিনী। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমোতে একেবারে অন্য রূপে ধরা দিলেন শিঞ্জিনী।
মুখ্য চরিত্র থেকে সোজা পার্শ্বচরিত্রে, হঠাৎ এমন প্রস্তাবে রাজি হলেন কেন? আনন্দবাজার অনলাইনের কাছে শিঞ্জিনি জানান, উমা সিরিয়ালের পর এমন একটা চরিত্রই করতে চেয়েছিলেন যা হবে একেবারে উমার বিপরীত। শিঞ্জিনির ইচ্ছা সব ধরনের চরিত্র করবেন যাতে কোনও আক্ষেপ না রয়ে যায়। তবে কালনাগিনী হয়ে ওঠাতে কি একটু শক্ত? শিঞ্জিনি বলেন, ‘‘আমি ছোট থেকেই নাগিন সিরিয়ালের ভক্ত। তাই সব সময় এ রকম চরিত্রে করার ইচ্ছে ছিল। এ যেন স্বপ্নপূরণের মতো।’’ এই সিরিয়ালে চিত্রার চরিত্রে দেখা যাচ্ছে শিঞ্জিনিকে। তবে নিজের চরিত্রকে খলনায়িকা বলতে নারাজ শিঞ্জিনি। তাঁর কথায়, ‘‘এটা অন্যতম মুখ্য চরিত্র, ভালর বিপরীতে একটা ধূসর চরিত্র।’’
‘পঞ্চমী’ গ্রাম এবং শহরভিক্তিক একটি গল্প। তাতে মিশে আছে মাইথোলজিও। ‘ইচ্ছাধারী নাগিন’কে নিয়ে গল্প। পঞ্চমী নামের একটি মেয়ে। নীলকণ্ঠ বাবার মন্দিরে তার জন্ম। সেই মন্দিরের পুরোহিতের কাছে বড় হয় সেই মেয়ে। জন্মের সময় তার মা মারা যায়। মেয়েটির নাড়ির বদলে ছিল সাপ। সেই থেকে গ্রামের মানুষ তাকে মনে করতে থাকে অলৌকিক শক্তির অধিকারী। কিছু মানুষ কুল পরিচয় না থাকায় তাকে অবজ্ঞাও করে। সেই মেয়ে রূপান্তরিত হয় ইচ্ছাধারী নাগিনে। পঞ্চমীর চরিত্রে অভিনয় করেন সুস্মিতা দে। ‘মাধবীলতা’ সিরিয়ালটি বন্ধ হওয়ার পর শুরু হয়েছে ‘পঞ্চমী’। রাত ০৮.৩০টার স্লটে। নতুন সিরিয়াল হিসেবে ভালই ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক। টিআরপিতে ভাল জায়গাই রয়েছে এর।
কিছু মাস আগেই ‘উমা’ সিরিয়ালটি বন্ধ হয়েছে। শুরু হয়েছিল ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। এক মহিলা ক্রিকেটারের জীবনকে কেন্দ্র করে ছিল এই ধারাবাহিকের গল্প। সুশান্ত দাসের এই সিরিয়াল দর্শকের ভাল লেগেছিল। খলনায়িকা আলিয়ার সমস্ত বদমাইশি ভেস্তে দিত সে একে-একে। উমার মধ্যে এমন কোনও চারিত্রিক বৈশিষ্ট ছিল না, যা দেখে তাকে খারাপ বলা যেতে পারে। কিন্তু এখন সে ‘দুষ্টুমেয়ে’ হয়ে গিয়েছে। উমা ফিরে এসেছে ‘পঞ্চমী’ সিরিয়ালে। খলনায়িকার রূপে। এখন সে ছল করতে শিখেছে। চরিত্রের নাম চিত্রা।
নায়িকা থেকে খলনায়িকা, খলনায়িকা থেকে নায়িকা, ভোল পাল্টাচ্ছে অভিনেত্রীদের ইমেজের। ‘স্টিরিওটিপিক্য়াল’ বলে থাকছে না কিছু আর। নিত্যনতুন চ্য়ালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাঁরা। ঠিক যেমন শিঞ্জিনীর ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে। ‘ভাল’ নায়িকার খোলস ছেড়ে ‘দুষ্টু’ খলনায়িকার চরিত্রেই বলিষ্ঠ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছেন। আর তাতে মুগ্ধ দর্শকের। খলনায়িকার চরিত্রেই দর্শক মহলে রীতিমতো সারা ফেলছেন অভিনেত্রী।