ভোপাল গ্যাস দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য ফুটে উঠল পরিণীতার পর্দায়! পারুল-গোপালের অভিনয় চোখে জল আনতে বাধ্য দর্শকদের!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকে বর্তমানে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। দর্শকদের চোখের জল চলে এসেছে বর্তমান ধারাবাহিকের পর্ব গুলি দেখে। ধারাবাহিকে গোপাল এবং পারুলের অভিনয় প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সিমেন্ট কারখানায় ব্লাস্ট হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে আশেপাশে তিনটি গ্রামে। যার কারণে মৃ’ত্যুর কোলে ঢলে পড়েছে ন্যাড়াগোয়াল বাসিন্দারা।
আর এই পর্ব দেখে দর্শক ফিরে গিয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কাণ্ডের সময়। সেই সময়ও ঠিক এতটাই ভয়াবহ অবস্থা হয়েছিল। কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। অসুস্থ হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। আর ঠিক একই একইভাবে ওই দৃশ্যই ফুটিয়ে তোলা হচ্ছে পরিণীতা ধারাবাহিকে। ধারাবাহিকে গোপাল পারুল নিজেদের সাধ্যের বাইরে গিয়ে নিজেদের জীবনের তোয়াক্কা না করে গ্রামের মানুষদের জীবন বাঁচানোর কাজে লেগে পড়েছে। আর এই গোপাল পারুলের এই লড়াই দেখে সাধারণ দর্শকদের চোখেও জল চলে এসেছে।
তারপরই গোপালদের সাহায্য করতে গ্রামে ফিরে আসে রুক্মিণী। আগুপিছু কিছু না ভেবে, নিজের ভবিষ্যতের কথা না ভেবে রায়ানকে নিয়ে ফিরে আসে।গোপাল পারুলের পাশে দাঁড়াতে ছুটে আসে রায়ান রুক্মিণী। পারুল গোপাল তাদের সাবধান করার জন্য এগিয়ে আসে। কিন্তু নিচে নামার সাথে সাথে পারুল আর গোপাল অজ্ঞান হয়ে যায়। পারুলের জ্ঞান ফিরছে না দেখে রায়ান পারুলকে নিজের কোলে তুলে নিয়ে যায় হাসপাতালে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! জগদ্ধাত্রী ধারাবাহিককে চিরবিদায় জানালেন সৌম্যদীপ মুখার্জি! আর ছোট পর্দায় দেখা মিলবেনা তার!
আর ধারাবাহিকের এই দৃশ্যগুলো দেখে বারবার এই ধারাবাহিকের প্রেমে পড়ছে দর্শক। সত্যি এমন দৃশ্য ধারাবাহিকে খুব কমই দেখা গিয়েছে শেষ কয়েকদিনে। আর দর্শক এই দৃশ্য গুলি দেখে ভীষণভাবে মুগ্ধ। যেভাবে পারুল গোপাল জীবনে ঝুঁকি নিয়ে গ্রামের মানুষকে উদ্ধার করছে, রায়ান রুক্মিণী নিজেদের জীবনের কথা না ভেবে ভালোবাসার মানুষদের বাঁচাতে ছুটে এসেছে। সত্যি দর্শক ভালবাসছে এই দৃশ্য দেখতে।