ভেঙে গেলো নতুনের ধৈর্যের বাঁধ! নিজের অপমানের যোগ্য জবাব দিতে রুদ্রর গায়ে হাত তুলল নতুন!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নতুন তো তার এই বাড়ি চন্দ্রর মায়ের নামে করে দিয়েছে। প্রথমে নতুন কমলিনীর নামে এই বাড়িটা লিখে দিতে চেয়েছিল কিন্তু বিষয়টা সবার চোখে লাগবে ভেবেই চন্দ্রের মায়ের নামে এই বাড়ি লিখে দেয় নতুন। তবে এখন নতুন চাইছে এই বাড়ি কমলিনীর নামে লিখে দিতে। এত কিছুর পর তার এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। নতুনকে এই বাড়ি ফেরত দেওয়ার জন্য সমস্ত আইনি কাগজপত্র তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু নতুন সেই বাড়ি ফেরত নেয়নি। তাই এবারে নতুন ঠিক করেছে কমলিনীকে এই বাড়ি লিখে দিয়ে সঠিক কাজটা করবে।
তাই জন্য নতুন এবং কমলিনী আলাদা করে কথা বলতে যায় একটি ক্যাফেতে। সেখানে নতুন কমলিনী আলোচনা করে এরপরে কি করা হবে সেটা নিয়ে। কথায় কথায় নতুন জানায় কলেজ জীবন থেকেই কমলিনীকে পছন্দ করত নতুন। কিন্তু তাকে কোনদিন বলে ওঠা হয়নি। যেদিন নতুন ঠিক করে কমলিনীকে নিজের মনের কথা জানাবে। সেদিনই চন্দ্র নতুনকে বলে সে কমলিনীকে পছন্দ করে বিয়ে করতে চায়। এইজন্য নতুন নিজের মনের কথা বলে উঠতে পারেনি।
তারপর কমলিনী বাড়ি ফিরলে আবারো তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। কোথায় গেছিল, কেন গিয়েছিল। কমলিনী স্পষ্ট জানিয়ে দেয় সে এইসব প্রশ্নের উত্তর চন্দ্রকে দিতে বাধ্য নয়। চন্দ্রর মতন ঠগ লোককে নিজের জীবনে জড়াতে চায় না কমলিনী। তারপর কমলিনীর শাশুড়ি জানায় তার আলমারি থেকে নতুনের বাড়ির দলিল পাওয়া যাচ্ছে না। তখন কমলিনী জানায় সে ওই দলিল নতুনকে ফেরত দিতেই গেছিল।
আরও পড়ুনঃ ভোপাল গ্যাস দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য ফুটে উঠল পরিণীতার পর্দায়! পারুল-গোপালের অভিনয় চোখে জল আনতে বাধ্য দর্শকদের!
চন্দ্র তার মা এই কথা শুনে তো অবাক হয়ে যায়। কমলিনীর শাশুড়ি ঠিক করেছিল নতুনকে বাড়ি আর ফিরিয়ে দেবে না। তার বাড়ির ভাগের অংশ চন্দ্রের নামে করে দেবে। আর কমলিনী সেটা আন্দাজ করতে পেরেই আগে থেকেই সেই দলিল নতুনকে ফিরিয়ে দেয়। কমলিনীর এই সিদ্ধান্তে আবারো তার বড় ছেলে তাকে ভুল বোঝে। তাকে যা নয় তাই বলে অপমান করে। তখনই বাড়িতে মিটিলের সাথে আসে নতুন। নতুনকে দেখে আবারো অপমান করতে শুরু করে রুদ্র। রুদ্রর অপমান অনেকদিন ধরেই সহ্য করছিল নতুন। তবে এবারে সব সহ্যের সীমা পেরিয়ে গেছে রুদ্র। তাই অপমানের জবাব দিতে সকলের সামনেই রুদ্রকে সপাটে চড় মারতে শুরু করে।