ফুলকির জালে ইন্দ্র! ছোট রাজার কাছে পৌঁছানোর প্রথম বাধা পেরিয়ে গেলো রোহিত-ফুলকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বড় রাজাকে দেখে আবারো চমকে ওঠেন ছোট রানী। তিনি বুঝতেই পারেন রুদ্র আবারো ফেল করেছ, তাকে আর কোনোভাবেই ভরসা করা যায় না। আসলে ফুলকি আগে থেকেই আন্দাজ করেছিল ছোট রানী এমন কিছু ঘটাতে পারে। তাই বড় রাজাকে আগে থেকেই সরিয়ে তার জায়গায় পুতুল রেখে দিয়েছিল। তাই বড় রাজাকে বাঁচাতে পেরেছে। তারপর যথারীতি কোর্টে মামলা শুরু হয়। প্রশ্ন উত্তরের পর্ব চলতে থাকে।
ছোট রানী তো ভীষণভাবে ঘাবড়ে আছে। কারণ আজ বড় রাজা বেঁচে না থাকলে এই কেস কোর্টে উঠত না। এবারে যদি নানানভাবে তার নাম বেরিয়ে আসে তাহলে এতদিনে তার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। কোর্টে ছোট রানীর উকিল নানান ভাবে ধানুকে পিছনে ফেলার চেষ্টা করে কিন্তু ধানু একের পর এক সাক্ষী নিয়ে আসে। বড় রাজা হারিয়ে যাওয়ার পর থেকে কি কি হয়েছিল সব জানানো হয় কোর্টে। তবে কোর্টে উনি বড় রাজা কিনা তার যথাযথ প্রমাণ দিতে পারে না ধানু তাই শুনানির ডেট দেওয়া হয়। আর জানিয়ে দেওয়া হয় বড় রাজার সাথে তার ভাইয়ের ডিএনএ টেস্ট করতে হবে। তারপর সেই রিপোর্ট নিয়ে কোর্টে পেশ করতে হবে।
আরও পড়ুনঃ টাকা দিয়ে মানুষ কিনতে এলো শিরিনের মা! কারখানা বন্ধের দাবিতে প্রতিবাদ করলো পারুল!
তারপর ফুলকিরা পরের দিন সবাই মিলে বড় রাজাকে নিয়ে ডিএনএ করার জন্য নিয়ে যায়। কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় ধানুর কাছে একটা ফোন আসে। ফোনে কথা বলতে বলতে চমকে যায় ধানু। এরপর ধানু জানায় তার শ্বশুর মশাইয়ের হার্ট এ্যাটাক হয়েছে। কিন্তু ফুলকির এই বিষয়ে সন্দেহ হয়। তাই সকলে মিলে ঠিক করে ছোট রাজার সাথে ছদ্মবেশে দেখা করতে যাবে। কারণ ছোট রানী তাদের কিছুতেই ছোট রাজার সাথে দেখা করতে দেবে না।
পরের দিন ফুলকি তাই হাসপাতালের বয় সেজে ভিতরে ঢোকে। আর সেখানেই ইন্দ্র তার বন্ধুদের সাথে কথা বলছিল। আসলে মূলত বড়লোকের বিগড়ে যাওয়ার ছেলে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ফুলকি। ইন্দ্রকে নেশার জিনিস খাইয়ে তাকে অজ্ঞান করে দেয় ফুলকি রোহিত। আর ইন্দ্রকে পেরোতে পারলেই ছোট রাজার কাছে পৌঁছতে পারবে তারা।