সত্যিকারের ভালবাসার মানুষই পারে ভালোবাসাকে বেঁধে না রেখে মুক্ত করে দিতে! পরিণীতা ধারাবাহিকের গোপাল চরিত্রটি মুগ্ধ করছে দর্শকদের!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ন্যাড়াগোয়াল ছেড়ে বিদেশে নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যে রওনা দিল রুক্মিণী। রুক্মিণী বিদেশ চলে যাচ্ছে এই খবর জানতে পেরে গোপালের মা, কাকিমা সকলে রুক্মিণী উপর রাগ গোপালের উপর দেখাতে থাকে। গোপাল নির্লজ্জ, তার বউ তাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এখানে দর্শক গোপালের প্রশংসায় পঞ্চমুখ কারণ গোপাল রুক মিনিটে এতটাই ভালবাসি যে ভালবাসার মানুষের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় নিষে একজন প্রকৃত বন্ধু হিসেবে প্রকৃত স্বামী হিসেবে দু মিনিটের পাশে দাঁড়িয়েছে সবসময়।

রুক্মিণী বিয়ে হয়ে আসার পর থেকে গোপালকে কোনদিনই মেনে নিতে পারেনি। আর যার জন্য শ্বশুরবাড়ির লোক তাকে কোনদিনও মেনে নেয়নি। কথা শুনিয়েছে, অত্যাচার করেছে। কিন্তু গোপাল সবসময় পরিবারের বিরুদ্ধে গিয়ে তার মা কাকিমার বিরুদ্ধে গিয়ে রুক্মিণীর পাশে দাঁড়িয়েছে। তাই মতামতকে সমর্থন করেছে, তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। আর এখানে গোপালের চরিত্রটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা দ্রোণ মুখার্জি।

এর আগে অভিনেতাকে আমরা দেখেছিলাম জি বাংলা আরেক জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। সেখানে অত্যাচারী স্বামী হিসেবে দেখা গিয়েছিল অভিনেতাকে। অভিনেতার চরিত্রের নাম ছিল পরাগ। স্ত্রীর প্রতি অমানবিক অত্যাচার করত সে। মানসিক, শারীরিক নির্যাতন করতো পরাগ। সে দিক থেকে দেখতে গেলে গোপালের চরিত্রটা একেবারেই উল্টো। পরিণীতা ধারাবাহিকে গোপালের চরিত্রটা একেবারেই আলাদা।

আরও পড়ুনঃ ২০ বছর পর ডিপার্টমেন্টে জগদ্ধাত্রী! নায়িকার এক হুংকারে স্তব্ধ দিব্যা সেন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

গোপাল স্ত্রীয়ের প্রতি যত্নশীল, তাকে সম্মান করে, ভালোবাসে। ভালবাসার জন্য স্ত্রীর পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ায়। আর সেটাই দর্শককে বারবার আকৃষ্ট করেছে। দর্শক তাই গোপাল চরিত্রটাকে ভীষণই পছন্দ করে প্রথম দিন থেকে। কিন্তু অবশেষে গোপালের কপালেও জুটলো সেই দুঃখ, বেদনা, যন্ত্রনা। ভালবাসার মানুষ শেষ পর্যন্ত পাশে থাকলো না, হাত ছাড়লো রুক্মিণী। কিন্তু তাও নিজের ভালো থাকার জন্য রুক্মিণীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়নি গোপাল।

Back to top button