৮ মাস বিছানায় শয্যাশায়ী! এক বিছানায় পাশেই ছিলেন স্বামী! কষ্টের মুহূর্তগুলো বলতে গিয়ে আবেগপ্রবণ মিঠু চক্রবর্তী!

মা’রণ রোগ ক্যা’ন্সারকে হারিয়ে আবারও অভিনয় জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। যার কারনে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল থেকে তাকে বিদায় নিতে হয়। দীর্ঘদিন ধরেই চলছিল থেরাপি। অভিনেত্রী কঠিন সময়ে পুরো পরিবারকে পাশে পেয়েছিলেন। সেই কঠিন সময়ে কাটিয়ে আবার ও সুস্থ জীবনে ফিরতে পেরেছেন তিনি।
অভিনয় জগতের সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন মিঠু চক্রবর্তী। বড়পর্দায় হোক বা টেলিভিশনের ছোট পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শক এর মন জিতে এসেছেন। তার সাবলীল অভিনয়ের ছাপ রয়েছে সব জায়গাতেই। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মা শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রীকে। শেষ বার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার হরগৌরী পাইস হোটেলে অভিনয় করতে।
ধারাবাহিকের শেষদিনে নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী। মাথায় টুপি আর হাসিমুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন মিঠু চক্রবর্তী। প্রথমবার স্বামী সব্যসাচী চক্রবর্তীই জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই।
চিকিৎসা এখনও চললেও আগের থেকে অনেকটাই সুস্থ মিঠু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী সেখানে খোস মেজাজে ধরা দিয়েছে। অভিনেত্রী জানান কঠিন সময় একসাথে পার করেছেন তারা। তবে মিঠু চক্রবর্তী যেই সময়ে অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় স্বামী সব্যসাচীও অসুস্থ হয়ে পড়েছিলেন। পেস মেকার বসানো হয়েছিল। সেইসময়টা একসাথে পাশাপাশি বিছানায় শুয়ে কাটিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘মহিলা কম অন্য কিছু বেশি মনে হচ্ছে…বাজার ধরে রাখতে শেষে এই পন্থা শুরু করেছেন!’- পোশাকের মাঝে উঁকি দিচ্ছে বক্ষভাঁজ! ঋতুপর্ণা সেনগুপ্তর পোশাক দেখে নিন্দুয়ায় মুখর নেট দুনিয়া
অভিনেত্রীর আজও বিশ্বাস করতে অসুবিধা হয় তিনি ৮ মাস বিছানায় পরে ছিলেন। অভিনেত্রীর বাড়ির কাজের লোকেরাও প্রথমে বিশ্বাস করতে পারতেন না। কারণ তারাও অভিনেত্রীকে এভাবে শুয়ে বসে থাকতে দেয়নি। অভিনেত্রী প্রথমবার জানতে পারার পর মনের অসম্ভব জোর রেখেছিলেন। তবে পরিবার স্বামী সবাইকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী।