ধরা পড়ে গেলে শুভলক্ষ্মী! শুভর সমস্ত প্ল্যান জেনে গেল বাবা, মোহনার মুখোশ খুলতে শুভর সঙ্গে হাত মেলালো পুলক!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Ray) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষ্মী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, আদি যখন স্টেফেনির বাড়িতে এসে শুভর সাথে পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করছে শুভ আবার সবকিছু নিয়ে স্বাভাবিকভাবে কথা বলছে তখনই শুভ আদিকে জানিয়ে দেয়, শুধুমাত্র সত্যি উদঘাটন করার জন্য শুভ আদি সাথে এক হয়েছে। আদির পুরনো কাজের কথা এখনো ভুলে যায়নি শুভ। আদি যে তার থেকে সমস্ত সত্যি আড়াল করেছিল সে কথা কোনদিনই ভুলতে পারবে না শুভ।
এদিকে আদি এবং শুভর কথার মাঝে হঠাৎ করেই স্টেফেনির বাড়িতে চলে আসেন ঠাম্মি। ঠাম্মি এসে পড়ায় শুভ অবাক হয়ে যায় কিভাবে এত রাতে এখানে এলো কেউ বুঝতে পারে না। এদিকে যখন শুভ, আদি এবং ঠাম্মি আলোচনা করছিল সমস্ত প্ল্যান নিয়ে তখন সেখানে চলে আসে হঠাৎ কেউ আসে। এত রাতে কে এল সেটা নিয়ে সকলের মনে সন্দেহ শুরু হয়। শুভ তো তাড়াতাড়ি সম্ভব আদি এবং ঠাম্মিকে লুকানোর চেষ্টা করে।
আরও পড়ুনঃ সব সত্যি স্বীকার করলো সোহিনী? কমলিনীর জন্মদিনেই ভদ্রলোকের মুখোশ খুলে ফেললো চন্দ্র!
কিন্তু তার আগে ঘরে ঢুকে পড়ে আদির বাবা। তবে আদির বাবা আর এই বিষয়ে কোন কিছুই জানা সম্ভব ছিল না কিন্তু কিভাবে তিনি জেনে গেলেন সেটা নিয়ে সকলের ভয় শুরু হয়। তারপরে আদির বাবা জানায় আদি এবং ঠাম্মিকে পেছনে দরজা দিয়ে মাঝ রাতে বেরোতে দেখে সন্দেহ হয় তাদের। তাই ফলো করতে করতে তিনি চলে আসেন। শুভকে এতদিন পর দেখে আদির বাবা খুব খুশি। তিনি শুভকে বারবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার কথা বলে। কিন্তু শুভ জানায় মোহনার সত্যিটা যত দিন যাচ্ছে প্রমাণ করতে পারছে ততদিন পর্যন্ত শুভ বাড়ি ফিরবে না। এদিকে হঠাৎ করেই মাঝরাতে শুভ খারাপ স্বপ্ন দেখে শুভ। তখনই তার মোহনাকে নিয়ে অনেক প্রশ্ন মনে ঘোরাফেরা করে। অবশেষে কি হয় সেটাই দেখার অপেক্ষা। শুভ এবং আদি মিলে সত্যি ফাঁস করতে পারে কিনা।