আবার সম্পর্কে ফাটল সৃজন পর্ণার! পিকলু বর্ষার সম্পর্ক নিয়েই ছেলের কান ভাঙাবে কৃষ্ণা! আনন্দের মধ্যেও ভয়ের ছাপ ভক্তদের উপর

শুরু থেকেই একের পর এক সমস্যার সমাধান করে আসছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। সম্পর্কে বিচ্ছেদ ঘটতে ঘটতেও ফের মিলে গিয়েছে পর্ণা সৃজন। তবে এইবার যা ঘটলো তাতে বোধহয় আর শেষ রক্ষা হবে না।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা এখন ভীষণ ব্যস্ত শাড়ির কথার ক্যালেন্ডার শুট নিয়ে। এই দিনের পর্বে দেখা যায়, কিভাবে ইশা প্রফেশনাল ফটোগ্রাফারকে টাকার লোভ দেখিয়ে পর্ণার এক্সিবিশনের বারোটা বাজাতে চায়। কিন্তু এক্সিবিশন থামেনি। সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে দত্ত বাড়ির লোকজনেরা।

কিন্তু এই দত্ত বাড়ির একটি অলিখিত নিয়ম আছে, যেখানে বলা হয়েছে প্রেমে পড়া বারণ। অর্থাৎ প্রেম করে বিয়ে চলবে না। কিছুদিন আগেই দর্শকরা দেখেছেন রুচিরা আর চয়নকে মিলিয়ে দিতে নিজের সংসার হারাতে বসেছিল ধারাবাহিকের নায়িকা। আবারো ঠিক এমনই একটি কারণে বিবাদ ঘটতে চলেছে নায়ক নায়িকার মধ্যে।

আরো পড়ুন: আশীর্বাদের দিন শাড়িতে আগুন প্রিয়াংকার! বিপদ বুঝে সরে গেল পরাগ, নিজের জীবন বিপন্ন করে প্রিয়াঙ্কাকে বাঁচালো শিমুল!

শুরু থেকেই এবং বর্তমানে আরো বেশি করে পিকলুর প্রতি বর্ষার অনুভূতি নজর এড়াইনি দর্শকদের। খুব তাড়াতাড়ি শুরু হবে তাদের প্রেম পর্ব। কৃষ্ণা এখনো অব্দি পর্ণাকেই ঠিক করে মেনে নেয়নি সেখানে তার ভাই পিকলুকে মেনে নেবে না এটাই স্বাভাবিক।

কিন্তু ধারাবাহিকের গল্প যেই দিকে এগোচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আরো একবার দুই ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে সৃজনের সঙ্গে এক দীর্ঘ বিবাদের সৃষ্টি হতে চলেছে পর্ণার। পিকলুকে যে কৃষ্ণা বিশেষ পছন্দ করে না তা বুঝতেই পেরেছেন দর্শকমহল। এইবার এই নিয়ে কতদূর জল ঘোলা হয় সেটাই দেখার বিষয়।

Back to top button