নায়ক থেকে আবার খলনায়কে পরিণত হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্র! এই পরিবর্তন একে বারেই পছন্দ করছে না দর্শক

বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। ধারাবাহিকের প্রধান দুই চরিত্র সূর্য এবং দীপা, শুরু থেকেই এদেরকে খুব ভালবাসতেন দর্শকরা। এরা দুজনই ছিল দর্শকদের স্নেহের পাত্র। দর্শকদের ভালোবাসায় ধারাবাহিকটি বর্তমানে টিআরপিতে সবার শীর্ষে অবস্থান করছে।
অনুরাগের ছোঁয়াকে প্রতিযোগিতায় হারানো এখনো অব্দি কারুর কম্ম নয়। ধারাবাহিকের প্রধান আকর্ষণ সোনা এবং রুপা অর্থাৎ নায়ক নায়িকার দুই জমজ সন্তান। কিন্তু দর্শকদের মনে ধারাবাহিকের নায়ককে নিয়ে এবার ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বিরূপ মতাদর্শ। যার যথেষ্ট যথার্থতাও রয়েছে।
বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মধ্যে চলে আসছে এক চরম অশান্তি যার কোনো কূল কিনারা পাচ্ছেন না দর্শকরা। প্রতিদিন তাদেরকে দেখতে হচ্ছে যে চরিত্রটিকে তারা এত ভালবাসত সেই নায়ক প্রতিদিন প্রতিনিয়ত বিশ্রী ভাবে অপমান করে চলেছে দীপাকে। কোন নায়ক কি এতটা নিষ্ঠুর হতে পারে এতটা বোধ বুদ্ধিহীন হতে পারে? জানা নেই দর্শকদের।
তথাকথিত নায়ক চরিত্রটির সঙ্গে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ককে মেলাতে পারছেন না তারা। বাড়ির প্রত্যেকে, ধারাবাহিকের প্রতিটি চরিত্র সবাই দীপার কষ্ট তার মেয়ে রুপার কষ্ট সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পারলেও একমাত্র এই বিষয়গুলি চোখে পড়ছে না সূর্যর। সূর্য বিশ্বাস করছে মিশকাকে। এমন একজনকে যে আগাগোড়াই খারাপ করে এসেছে তার পরিবারের খারাপ চেয়ে এসেছে দীপার।
গল্পের নায়কের এমন ব্যবহারে ধীরে ধীরে সূর্যকে নায়ক থেকে খলনায়কে পরিণত করেছে দর্শকদের কাছে। দর্শকরা আর তাকে নায়ক বলে মেনে নিতে পারছে না। এক কথায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্যের উপর ভীষণভাবে ক্ষেপে রয়েছেন দর্শক। এখনো অব্দি ধারাবাহিক একটি শীর্ষ অবস্থান করছে তার একমাত্র কারণ হচ্ছে সোনা আর রুপা। তবে এমন যদি চলতেই থাকে তাহলে এই ধারাবাহিকের পতন নিশ্চিত।