“মেঘ আমার জীবনের অশান্তি নয়, আমি মেঘের জীবনের অশান্তি” সবকিছু শেষ করে মেঘের থেকে অনেক দূরে চলে গেল নীল!

নতুন করে শুরু করার বদলে চিরকালের মতন সব কিছু শেষ করে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নীল। সম্প্রতি ধারাবাহিকের গল্প বিশেষভাবে দর্শকদের নজর কাড়ছে।

বর্তমান গল্প অনুযায়ী, ডিভোর্সের আগে ৬ মাসের জন্য একসাথে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল মেঘ আর নীলকে। কিন্তু নীল মেঘকে জানিয়ে দেয়, এসবের কোন দরকার নেই। তারা যে আলাদা আছে এটা কোন ভাবে বিচারককে না জানালেই চলবে। খারাপ লাগলেও নিজের আত্মসম্মানের জেরে নীলের বলা কথাগুলোকে হজম করে নিজের বলা কথাতে পরিণত করেছে মেঘ।

আরো পড়ুন: জ্যাসের ভয়ে সব কিছু স্বীকার করে নিল বাঁকা, দেবুকে তার জায়গাটা দেখিয়ে দিল বৈদেহি!

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীল খাবার টেবিলে বসে সবাইকে বলে “মেঘ আমার জীবনে অশান্তি কখনোই ছিল না উল্টে আমি মেঘের জীবনে অনেক বড় অশান্তি। তাই আমি নতুন করে এখানে থেকে আর ঝামেলা বাড়াতে চাই না। আমি আবার দুর্বল হয়ে পড়বো কিছু কথা শুনিয়ে দেবো এসব চাইছি না।” এর পাশাপাশি নীল বলে সে যে চলে যাচ্ছে এই কথাটা যেন মেঘকে কোনভাবেই না জানানো হয়।

এদিকে নীলের বলা কথাগুলো চিন্তা করতে মেঘের আর কিছুতেই ঘুম আসতে চায় না। মেঘ তখন জিষ্ণুকে ফোন করে। তার সাথেও শুধুমাত্র নীলকে নিয়েই কথা হয় মেঘের। একটু একটু করে নীলের দিকেই বাড়াচ্ছে মেঘ এই বিষয়টা তার ব্যবহারই স্পষ্ট হয়ে ওঠে। এর মাঝে ময়ূরী মেঘের ঘরে এসে হেডফোন নেওয়ার ছুতোয়ে মেঘের মনে আবারো বিষ ঢালার চেষ্টা করে।

এরপর দেখা যায় নীল শেষ বারের মতন ইউনিভার্সিটিতে এসে সমস্ত ফর্মালিটি সেরে ফেলে। আর ঠিক তখনই সেখানে আসে মেঘ। এটাই হয়তো যাওয়ার আগে শেষবার দুজনের মুখোমুখি হওয়া। দুজনের কথোপকথন শুনে মনে হয় না যে তাদের মধ্যে কখনো কোনো বিবাদ ছিল। মেঘ বুঝতে পারেনা, নীল কেন এতটা স্বাভাবিক হয়ে উঠেছে।

Back to top button