বাঁচার ইচ্ছাই ছেড়ে দিয়েছে মেঘ! অনিন্দ্য, মধুমিতা আর নীলের সামনেই সব শেষ করে দিয়ে চলে যাবে মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এই মুহূর্তে বাঁচার সমস্ত ইচ্ছেই ত্যাগ করেছে নায়িকা মেঘ।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। ফলে বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল মেঘ। এই কষ্ট থেকে বাঁচতে নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় মেঘ। কিন্তু মেঘের বেঁচে থাকার কোনো রকম কোনো ইচ্ছে নেই।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, অনিন্দ্য মেঘের এমন অবস্থায় খুব বাজে ভাবে ভেঙে পড়েছে। মধুমিতা অনিন্দ্যকে ভরসা যোগাচ্ছে। অন্যদিকে মেঘের যা অবস্থা তাতে ডাক্তার জানিয়ে দিয়েছে তাকে বাঁচানো মুশকিল।

নীল এসে মেঘের কাছে যেতে চাইলে তাতে বাধা দেয় অনিন্দ্য। সে নীলকে বলে আজ মেঘের সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য দায়ী হল নীল। তাই নীল যেন এই হসপিটাল আর মেঘের জীবন দুটো জায়গা থেকেই চলে যায়। সেই মুহূর্তে অনিন্দ্য সামনে থেকে চলে গেলেও হসপিটাল এর মধ্যেই থাকে নীল।

আরও পড়ুনঃ সমাজের চাপে পড়েই এমন সিদ্ধান্ত নেয় মেয়েরা! দিনের পর দিন এমন কত মেঘ হারিয়ে যাচ্ছে সমাজের চাপে!

অন্যদিকে মেঘের এই অবস্থা শুনে ভীষণ কান্নাকাটি করে মিনি। বাড়ির সবাই এই খবরে খুব অস্থির হয়ে ওঠে। নীলের বাবা-মা তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আর ঠিক তখনই উঠে পড়ে ঠাম্মি। কিন্তু বাড়ির কেউ ঠাম্মিকে আসল সত্যিটা জানাতে চায় না।

Back to top button