শ্যামলীর প্রত্যাখ্যান পেয়ে মা’রা গেল কিঞ্জল! মৃ’ত্যুর দায় পড়লো শ্যামলীর ঘাড়ে, তাকে শাস্তি দেবে অনিকেত!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)।
এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়ক হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা রনজয় বিষ্নুকে। এই অভিনেতা-অভিনেত্রীর জুটি প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখছেন দর্শক মহল।
শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। নায়ক নায়িকার বন্ডিং, আকর্ষণীয় গল্প সবমিলিয়ে এখন জমজমাট এই মেগা। শুরু হতে না হতেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এবার গল্পে আসতে চলেছে নতুন মোড়।
আরো পড়ুন:সন্দেহের বশে নিজের বোধ বুদ্ধি হারালো সৃজন! ছদ্মবেশে ফটোশুটে বাঁধা দিল সে, ধরে ফেললো পর্ণা!
যারা এই গল্পটির নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন, ধারাবাহিকের নায়িকা শ্যামলী নায়কের বাড়ি অর্থাৎ জোড়া বাড়িতে আসার পর থেকেই তার প্রেমে পড়ে যায় কিঞ্জল। কিন্তু শ্যামলী সেটা বুঝতে পারিনি। নিজের ভালোবাসা প্রকাশ করতেই চরম বিপত্তি ঘটলো তাদের জীবনে।
সম্প্রতি এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কিঞ্জল শ্যামলীকে পাহাড় নদী ঝরনায় ঘেরা একটা সুন্দর জায়গায় প্রেম নিবেদন করে। শ্যামলী সেটা প্রত্যাখ্যান করায় কিঞ্জল বলে, যতক্ষণ না শ্যামলী রাজি হচ্ছে ততক্ষণ সে এখান থেকে যাবে না। হঠাৎ করে নদীতে গান এসে পাহাড়ের খাদের অতলে ভাসিয়ে নিয়ে যায় কিঞ্জলকে। অন্যদিকে এই সব কিছুর জন্য শ্যামলীকে দোষী প্রতিপন্ন করে অনিকেত।