কথাকে ভুলে থাকতে পারছে না অগ্নিভ! বিপদ দেখে ছুটে গেলো সে, কথার প্রত্যাখ্যান সহ্য হচ্ছে না অগ্নিভর!

বর্তমানে বাংলা ধারাবাহিকের চ্যানেল (Bengali Serial) গুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। তার মধ্যেই অন্যতম হলো স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত কথা (Katha)। একেবারে ভিন্ন মন মানসিকতা সম্পন্ন দুটি মানুষের মনের মিল কিভাবে হয় সেটাই দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। একে অপরের থেকে একেবারে আলাদা জগতে মানুষ হয়েও কিভাবে একসাথে জীবনে এগিয়ে যায় সেটাই ধারাবাহিকের মূল বিবেচ্য বিষয়।
এই ধারাবাহিকের নায়িকার নাম অনুসারেই প্রোডাকশন হাউস এই গল্পের নাম রেখেছে কথা। কথা ধারাবাহিকের নায়কের নাম হলো অগ্নিভ গুহ এবং নায়িকা হলো কথাকলি বসু। এখানে নায়ক হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা সোমরাজ মাইতিকে এবং নায়িকার চরিত্রে অভিনয় করছে সুস্মিতা দে। বহুদিন পর এই অভিনেতা ধারাবাহিক জগতে পুনরায় পদার্পণ করলেন।
এখানে নায়িকাকে মিস গোবর দেবী এবং নায়ককে সবাই চেনে এভি নামে। ধারাবাহিকের নায়িকার গোটা জগতটাই সবুজে ভরপুর। অন্যদিকে নায়ক তার হাতের জাদু দিয়ে যে কোন মানুষের পেট মন ভালো করে দিতে পারে। দুইজনের ভালোবাসার বিষয় অব্দি আলাদা। যত দিন যাচ্ছে কাছাকাছি আসছে কথা আর অগ্নিভ। তাদের সুন্দর কেমিস্ট্রি ধারাবাহিকটিকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কথার মামার বাড়িতে এসে ভিড় করেছে পাওনাদারেরা। তারা এসে বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড করতে থাকে। এইসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় কথা এবং তার মামার বাড়ির প্রত্যেকে। তার মামা বুঝতে পারে না কিভাবে এত তাড়াতাড়ি সমস্ত টাকা-পয়সা মেটাবে।
আরো পড়ুন: দেবুকে বোকা বানিয়ে কাজ হাসিল করলো জ্যাস, বিজুর নাম শুনে ভয় পেয়ে গেল রাজনাথ! সত্যের মুখোমুখি জ্যাস!
ঠিক তখনই সেখানে চলে আসে অগ্নিভ। সে এসে পাওনাদারেদের সামনে এসে দাঁড়ায়। তারা যত টাকা পায় ঠিক ততগুলো টাকা বের করে পাওনাদারদের মুখে ছুড়ে মারে। ওই সময়ের মতন ওই চরম বিপদ থেকে কথার পরিবারকে বাঁচায় অগ্নিভ। তখন কথা নিজের ভাঁড় ভেংগে যত টাকা রয়েছে সব অগ্নিভর হাতের তুলে দেয় আর বলে, “যে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারেনা তার থেকে আমি কোন টাকা নিতে পারব না। বাকি টাকা সাত দিনের মধ্যে দিয়ে দেবো। এই কথা কথা দিলো।”