ভালো কাজ করলেও ইন্ডাস্ট্রি তাঁকে যোগ্য সন্মান দেয়নি! গুরুতর অভিযোগ তুললেন টলিউডের বিখ্যাত খলনায়িকা

টেলিপর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় (Nandini Chatterjee)। নায়িকা নন, খলনায়িকের চরিত্রে সিদ্ধহস্ত তিনি। একের পর এক ধারাবাহিকে তাঁর কুটিল অভিনয় প্রশংসিত হয়েছে ইন্ডাস্ট্রিতে। তাঁর চক্রান্ত ও ষড়যন্ত্রে তোলপাড় হয়ে যায় নায়ক-নায়িকার জীবন। কখনও দজ্জাল শাশুড়ি তো কখনও সৎ মা। বিভিন্ন খল চরিত্রে অভিনয় করে টলি পর্দায় (Tollywood) নিজের দাপট বজায় রেখেছেন তিনি।
বর্তমানে জি বাংলার একটি ধারাবাহিকে অভিনয় করছেন নন্দিনী চট্টোপাধ্যায়। জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে দজ্জাল শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকে নন্দিনী চ্যাটার্জির চরিত্রের নাম মালিনী। তাঁর জন্য নায়িকা তিতির ও নায়ক সোমরাজের জীবন তছনছ হলেও একটুও আফসোস নেই অভিনেত্রীর। কারণ ক্রমে তিনি এই চরিত্রকে ভালোবেসে ফেলেছেন।
তবে, অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের আফসোস অন্য জায়গায়। সাম্প্রতিক এক সাক্ষাতকারে সেই কথাই তুলে ধরেন অভিনেত্রী। নন্দিনী বলেন, এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করেও কোনো ভালো বন্ধু হয়নি তাঁর। ইন্ডাস্ট্রির লবিবাজী নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রীর কথায় আজ পর্যন্ত তিনি কোনো লবির অংশ হননি।
তবে যে বিষয়ে অভিনেত্রীর সবচেয়ে বড় আক্ষেপ তা হল, কাজের যোগ্য স্বীকৃতি না পাওয়া। তিনি বলেন, এতদিন কাজ করছেন ঠিকই কিন্তু এখনও পর্যন্ত তাঁকে এমন কোনো চরিত্র দেওয়া হয়নি যা তাঁর জীবনে নতুন দিক উন্মোচন করে। খল চরিত্রে অভিনয় করা যথেষ্ট কঠিন বলে স্বীকার করেন অভিনেত্রী। এত কাজ করেও কেন পেলেন না তিনি যোগ্য সন্মান? মনে আক্ষেপ পুষে রেখেছেন নন্দিনী চ্যাটার্জি।
আরও পড়ুনঃ নিজে দাঁড়িয়ে থেকে শালিনীর সাথে রোহিতের বিয়ে দিল ফুলকি! স্যারের জন্য সব করতে পারে সে
এদিকে, পর্দায় কুটিল চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে অত্যন্ত ভালোমানুষ ও হাসিখুশি স্বভাবের মানুষ নন্দিনী। তিনি জানেন জীবনকে পুরোদমে উপভোগ করতে। সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাকটিভ নন্দিনী বারংবার প্রমাণ করেন, তাঁর মনের বয়স বাড়েনি। তাই কাজ, কেরিয়ারের মাঝে জীবন ও অভিনয় জগতের ব্যবধান বোঝেন অভিনেত্রী।