জ্যাসের সাথে টক্কর দিতে না পারলেও কথা অগ্নিভর জুটি মন কেড়েছে দর্শকদের, তাদের রসায়ন একেবারে জমে ক্ষির!

কিছুদিন হলো স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে কথা (Katha)। এই গল্পে নায়ক এবং নায়িকা একেবারে দুই মেরুর বাসিন্দা। তাদের মধ্যে কোথাও কোনও মিল নেই। না আছে মনের মিল আর আছে আচার ব্যবহারে কোনো মিল। আর এই দুইজনের এক হওয়ার গল্পই দর্শকদের সামনে তুলে ধরছে কথা।

এই ধারাবাহিকের নায়কের নাম অগ্নিভ গুহ এবং নায়িকা হলো কথাকলি বসু। নায়িকার নাম অনুসারেই গল্পের নাম দেওয়া হয়েছে কথা। এই ধারাবাহিকে নায়কের চরিত্র অভিনয় করছে সোমরাজ মাইতি এবং নায়িকার চরিত্রে অভিনয় করছে সুস্মিতা দে। এখানে নায়িকাকে মিস গোবর দেবী এবং নায়ককে সবাই চেনে এভি নামে। দুজনের কেউই কাউকে সহ্য করতে পারে না। নায়িকার জীবনে ধ্যান জ্ঞান সবটাই হল গাছ। একটা গাছ অনেকগুলো প্রাণকে রক্ষা করে এমনটাই তার চিন্তাভাবনা।

বর্তমানে কাছাকাছি আসছে কথা আর অগ্নিভ। তাদের সুন্দর কেমিস্ট্রি ধারাবাহিকটিকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে ভক্তদের কাছে। এই দিন দেখা যায়, ভক্তি ভরে পূজো করছে কথা অর্থাৎ মিস গোবর দেবী। সে এমন ভাবে বসে রয়েছে যার ফলে তার পায়ের তলাটা স্পষ্ট দেখা যাচ্ছে। অগ্নিভ দূর থেকে দেখতে পায়, তার মিস গোবর দেবীর পায়ের নিচে অনেকটা পুড়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লাগে তার। সে ভাবতে থাকে কিছু একটা করতে হবে।

এরপর দেখা যায় একটা জায়গায় পা ছড়িয়ে বসে রয়েছে কথা। অন্যদিকে বাঁধাকপি কাটছে অগ্নিভ আর তার পাশাপাশি বেশ বিরক্ত হয়েই বলছে, “এবার নাকি সব ফেলে মিস গোবর দেবীর সেবা করতে হবে আমাকে।” এরপর কাটা বাঁধাকপি গুলো নিয়ে চলে আসে কথার কাছে। কথার পা টা নিজের হতে তুলে নিয়ে কাটা বাঁধাকপি গুলো দিয়ে কিছু একটা মিশ্রণ বানিয়ে সেটা লাগাতে থাকে। এই সব কিছুতে বেশ লজ্জা পায় কথা। একটু একটু করে অনেকটাই এগিয়েছে তাদের সম্পর্কের রসায়ন।

আরো পড়ুন: মেহেন্দির হাতে যেতেই ডুবতে বসেছে ব্যবসা, উল্টোদিকে জ্যাস জেনে গেল সবকিছুর পিছনে রয়েছে রাজনাথ বৈদেহি!

এই মুহূর্তে জি বাংলার জগদ্ধাত্রী বিপরীতে থাকায় সেভাবে স্লট পাচ্ছে না কথা। কারণ বর্তমানে জগদ্ধাত্রী বেঙ্গল টপার। তাকে এত সহজে টেক্কা দেওয়া সম্ভব হবে না এই নবাগত ধারাবাহিকের। তবে ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে ভক্তদের কাছে যে, তাদের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শকমহল।

Back to top button