জনপ্রিয় ধারাবাহিককে স্লট হারা করেও মহালয়া থেকে বাদ পড়লেন জনপ্রিয় অভিনেত্রী! খেপে লাল ভক্তরা
বিপুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও জি বাংলার মহালয়ার অনুষ্ঠান থেকে কেন বাদ দেওয়া হল এই অভিনেত্রীকে? খবর সামনে আসতেই বেজায় চটলেন তাঁর ভক্তরা

আমরা আগেই দেখেছি, শুটিং শুরু হতে না হতেই বদলে গিয়েছে ‘মা দূর্গা’। অপেক্ষায় আর মাত্র কিছুদিন। সবচেয়ে প্রিয় উৎসব দূর্গা পূজার জন্য অপেক্ষায় রয়েছেন সকল বাঙালি। আর সেই পুজোর রেশ শুরু হয় মহালয়া (Mahalaya) থেকেই। পাড়ায় পাড়ায় মহালয়ার গান, গঙ্গা স্নান, টিভিতে মহালয়ার অনুষ্ঠান, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যারিটোন ভয়েসে মহালয়া শোনার রীতি মনে করিয়ে দেয় পুজো আসছে।
বলাই যায়, পুজো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায়। আর সেই দিন টিভির পর্দায় মহালায়া দেখার ক্রেজটাও বরাবরই একই রয়ে গিয়েছে। এদিন টেলিভিশনে দেবী দুর্গা রূপে ধরা দেন আমাদেরই প্রিয় তারকারা। আর তাই দেব-দেবী রূপে তারকাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শক। শুভশ্রী থেকে শ্রাবন্তী সকলেই দেবী দুর্গা রূপে অসুর দমন করেছেন বারংবার। আর তাই মহালয়া নিয়ে চ্যানেলগুলির মধ্যেও প্রতিযোগিতা কিছু কম হয় না।
কোন চ্যানেলে কে সাজবেন মহিষাসুরমর্দিনী, তা নিয়ে দর্শকদের মধ্যে বিস্তর কৌতুহল। সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ১৪ অক্টোবর জি বাংলার মহালয়াতে কে হবে জি বাংলার (Zee Bangla) মহিষাসুরমর্দিনী, তা সামনে আসে। যদিও প্রথমে জানা যায় দিতিপ্রিয়া মহিষাসুরমর্দিনী হবেন, কিন্তু পরে তা পরিবর্তন করা হয়। মহিষাসুরমর্দিনী রূপে বেছে নেওয়া হয় ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick)। শিবের চরিত্রে থাকছেন ‘ফুলকির’র নায়ক অভিষেক বসু।
দুর্গা নটি রূপে ধরা দিচ্ছেন জি বাংলার জনপ্রিয় সকল নায়িকারা। জানা গিয়েছে, শ্বেতা ভট্টাচার্য ধরা দেবেন মা দুর্গার শিবা রূপে, মোহনা মাইতি ধরা দেবেন ব্রম্ভনি রূপে, ফুলকি ধারাবাহিকের দিভ্যানি মন্ডল মা লক্ষ্যি রূপে ধরা দেবেন। এছাড়াও প্রতিটি সিরিয়ালের নায়ক-নায়িকারাই অংশগ্রহণ করছেন মহালয়ার এক একটি চরিত্রে। কিন্তু তারপরও বাদ পড়ছে জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। যার নাম সামনে আসতেই অবাক দর্শক। কেন বাদ দেওয়া হল তাঁকে?
শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে থাকছেন না ‘মন দিতে চাই’ ধারাবাহিকের অরুনিমা হালদার (Arunima Halder)। দেখা যাবে না এই ধারাবাহিকের কোনও নায়ক-নায়িকাকেই। অর্থাৎ মহালয়ার অনুষ্ঠান থেকে বাদ ‘মন দিতে চাই’এর (Mon Dite Chai) পুরো টিম। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানে না খোদ ‘মন দিতে চাই’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীও। উল্লেখ্য, এবার মা আসবেন নব পত্রিকার থিমে, কলা গাছে- দেবী ব্রহ্মানি, ডালিম গাছে- দেবী রক্তদন্তিকা, ধান গাছে- দেবী লক্ষী (ফুলকি), জয়ন্তী গাছে- দেবী কৌমারি, হলুদ গাছে- দেবী দুর্গা প্রভৃতি নানান থিমে নায়িকাদের দেখার জন্য অপেক্ষায় সকল দর্শক।
View this post on Instagram