ক্রিকেট ছেড়ে অভিনয়কে করেছেন পেশা! প্রাক্তনের পাল্লায় জীবন হয়েছিল ছারখার! জেনে নিন পরিণীতা ধারাবাহিকের রায়ানের বাস্তব জীবন কাহিনী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) মধ্যে অন্যতম একজন হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত উদয় নিজের ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিনয় দক্ষতায় ওই পার্শ্ব চরিত্রটিকেই গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন অভিনেতা।

তুমি এলে তাই, জামাই রাজা, দেবীপক্ষ, কি করে বলবো তোমায়, মিঠাই, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে-এর মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে আমরা উদয়কে অভিনয় করতে দেখে এসেছি। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক রিস্ত কা মাঞ্ঝাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এই প্রথমবার জি বাংলার পরিণীতা ধারাবাহিকের হাত ধরে অভিনেতাকে আমরা নায়ক চরিত্র অভিনয় করতে দেখতে পাচ্ছি। প্রথমবার নায়ক চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন খুব সহজেই জিতে নিয়েছে উদয়। পার্শ্বর চরিত্রে দর্শক যেমন তাকে ভালোবাসা দিয়েছে, তেমনই নায়ক চরিত্রেও ভালোবাসা পাচ্ছেন অভিনেতা।

তবে উদয়ের এই অভিনয় যাত্রা পথ খুব একটা সহজ ছিল না। অনেক বাধা এসেছে এই পথে। সেইসব বাধা কাটিয়ে উঠে সফল অভিনেতার তালিকায় নাম লিখেছেন তিনি। অভিনেতা কিন্তু আসলে বাঙালি নয়। তার মাতৃভাষা হিন্দি। তবে বাঙালি না হয়েও সুন্দর বাংলা ভাষা শিখে নিয়েছেন। কারণ উদয়ের বড় হয়ে ওঠা কলকাতাতেই। এত সুন্দর ভাবে বাংলায় কথা বলেন যে কেউ বুঝতেই পারেনা অভিনেতা যে আসলে অবাঙালি।

অভিনয়ের পাশাপাশি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবেসেন। একদম ছোট থেকেই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। স্টেট লেভেলে বাংলার হয়ে বহুবার খেলেছেন। এমনকি বেঙ্গল টাইগারের হয়েও ব্যাট হাতে নেমেছেন। তবে ভাগ্যের টানাপোড়েনে অভিনয় জগতে যুক্ত হয়েছেন উদয়। তবে ক্যারিয়ারের মাঝ পথে উদয়-এরজীবনে ঘটেছিল বিরাট বড় দুর্ঘটনা।

আমার প্রত্যেকেই জানি বর্তমানে উদয় বিবাহিত। জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী সঙ্গে ২০২৩ সালে বিয়ে করেন অভিনেতা। খুব ঘনিষ্ঠ কয়েকজন কাছের মানুষকে নিয়েই রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তিনি। কোন আড়ম্বর ছিল না সেই বিয়েতে, তবে অনামিকার আগেআ উদয়ের জীবনে এসেছিল আরো এক প্রেম, সেই প্রেম ছিল দীর্ঘ কয়েক বছরের। অভিনেতার প্রাক্তন প্রেমিকার নাম সৃজিতা মুখার্জি। দুজনে ছোটবেলার বন্ধু ছিলেন এবং দুজনের সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে সকলেই মনে করতেন এই দুজন হয়তো বিবাহিত। তবে দুজনের বিয়ে অবধি ঠিক হয়ে গেছিল, সম্পূর্ণ হয়েছিল বাগদান। শোনা গিয়েছিল ২০২০-র ২৪ নভেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা। কিন্তু তারপর কিছু কারণে উদয় এবং সৃজিতার বিচ্ছেদ হয়ে যায়।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে থেকেও লাভ হলো না… কুপ্রস্তাবে রাজি হইনি বলে আজ আমার এই অবস্থা’- কুপ্রস্তাব থেকে রাজনীতির শিকার! দীর্ঘ ২ বছর টেলিভিশন থেকে বিচ্ছিন্ন! কেমন আছেন অভিনেত্রী পায়েল দেব?

বর্তমানে তো অনামিকার সাথে সুখের সংসার করছে উদয়। সেই সঙ্গে চুটিয়ে কাজ করছেন। পরিণীতা ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। নতুন জুটি দর্শকের মন জয় করে নিয়েছে খুব তাড়াতাড়ি। এভাবেই আরো অনেক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিক উদয়, সেই কামনাই করব আমরা।

Back to top button