নয় বছর বিয়ে ও একত্রবাসের পর কেন সন্তান নেননি দেবলীনা-তথাগত? জানলে চমকে উঠবেন আপনিও

২০২১ সালে প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta) ও তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সম্পর্ক ভাঙার খবর। বছর চারেক হল দুজনের ছাদ আলাদা হয়েছে। এখনও আইনি বিচ্ছেদ হয়নি। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, তথাগত আর দেবলীনার সম্পর্ক ভাঙার পিছনে নাকি রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়।
যদিও বিবৃতির জন্য তথাগতর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে মানতে নারাজ দেবলীনা। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছেন, সম্পর্ক/প্রেম কিছুই নেই বিবৃতি-তথাগতর মধ্যে। একছাদের তলায় না থাকলেও, তথাগত ও দেবলীনার প্রায়শই কথা হয়। পোষ্যদের নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। চারপেয়েদের নিজেদের সন্তান বলেই উল্লেখ করেন দেবলীনা।
তথাগতর সঙ্গে দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবন। কোনও সন্তান হয়নি তাঁদের। দেবলীনা জানিয়েছেন, তাঁর বা তথাগতর কারোরই সন্তান নিয়ে গরজ ছিল না। অভিনেত্রীর কথায়, ‘‘দুজনের কারোরই ইচ্ছে হয়নি। আসলে আমরা কখনও ভাবিনি ওরকম। আমি তথাগতকে বলেছিলাম, তোর কখনও ইচ্ছে হলে আমাকে বলিস। আবার তথাগতও আমাকে বলেছিল, তুই চাইলে আমাকে বলিস। আমরা তাহলে করব। যতদিন একসঙ্গে ছিলাম আমাদের দুজনেরই ইচ্ছেটা হয়নি। আমরা আসলে চারপেয়েদের নিয়েই খুব খুশি ছিলাম।’’
দেবলীনার প্রথম বিয়ে হলেও, তথাগত এর আগেও বিয়েরপিঁড়িতে বসেছিলেন। সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন দেবলীনাও। তবে দেবলীনার জীবনের সবচেয়ে বড় কঠিন মুহূর্তে তাঁকে সামলে ছিলেন তথাগতই। সেজেগুজে তৈরি হয়ে বিয়েরপিঁড়িতে
বিবিধ সাজেশন নেই বসেছিলেন দেবলীনা। আত্মীয়, পাড়া প্রতিবেশী, নিমন্ত্রিতরা এলেও বর আসেনি। ঘটনায় কার্যত ভেঙে পড়েন দেবলীনা ও তাঁর মা। পরে দুই বন্ধু একসঙ্গে সংসার করেন। বিয়ের করার আগে বহুদিন একত্র বাস করেন যুগল।
আরও পড়ুন: সুন্দরী বউকে কাছ ছাড়া করতে নারাজ সৃজন! ‘নিম ফুলের মধু’-তে ফের জবরদস্ত চমক
সাম্প্রতিক এক সাক্ষাৎকরে দেবলীনা জানিয়েছেন, ”নিজের জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন তিনি। ভালোবাসছেন নিজেকে। চুটিয়ে কাজ করছেন। তথাগতর প্রতি মনে নেই কোনও বিরূপ মনোভাব। সম্পর্ক স্বাভাবিক। টক্সিক ঘটনা বা ব্যক্তির জায়গা নেই জীবনে। তাই যেমন আর চিনতেই চান না বিবৃতি চট্টোপাধ্যায়কে। যে বিবৃতিকে একদিন ভটভটি সিনেমার জন্য তৈরি করেছিলেন নিজের হাতে।