১১ বছর পর ফের পর্দায় হীরা আম্মা! সঙ্গে সেই ছোট্ট ঝিলিক! বাঙালির আবেগ “তোমায় ছাড়া ঘুম আসেনা মা”, দর্শকদের জন্য বিরাট চমক!

‘মা’ ধারাবাহিক দেখেছেন এমন দর্শকরা নিশ্চয়ই এখনও ভুলে যাননি হীরা আম্মা আর ঝিলিককে। তখন রাতের খাবারের টেবিলে কিংবা পাড়ার আড্ডায় তাঁদের নাম ঘুরেফিরে আসত। হাতে মোটা বালা, চোখে কড়া কাজল আর ভয় ধরানো সেই চেহারা—হীরা আম্মা হয়ে সোমা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় এতটাই বাস্তব লেগেছিল যে, অনেকেই নাকি বাচ্চাদের খাওয়ানোর সময় বলতেন, “খাবে না তো হীরা আম্মা আসবে।” আর ছোট্ট ঝিলিক? তিথি বসুর নিষ্পাপ মুখ আর অঝোর কান্না এখনো অনেকের মনে গেঁথে আছে।
১১ বছর কেটে গেছে। এ বার আবার পাশাপাশি দেখা গেল সেই দুই চরিত্রের নায়িকাদের। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি ও ভিডিও, যেখানে ঝিলিককে শক্ত করে জড়িয়ে বসে আছেন হীরা আম্মা। কিন্তু এবার আর ভয় দেখানো নয়, শুধুই ভালোবাসা আর আদর। সোমার মুখে হাসি, তিথির চোখে মিষ্টি উচ্ছ্বাস। দর্শকরা মজা করে লিখেছেন, “আবার কি তবে শুরু হবে বকাঝকা আর মারধর?” তবে বাস্তবের ছবিটা একেবারেই আলাদা।
সোমা নিজেই জানিয়েছেন, পর্দার হীরা আম্মা যতটা কঠিন, বাস্তবে তিনি ঠিক ততটাই মমতাময়ী। তিথিকে মেয়ের মতোই দেখেন তিনি। বহু বছর পরে দেখা হওয়ায় আবেগ সামলাতে পারেননি। তাই ভক্তদের জন্য একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমা হাসতে হাসতে বলেন, “এখন তো আর ঝিলিককে বকাবকি করব না। ওর জন্য এখন শুধু আদরই আছে।”
আড্ডায় উঠে এসেছে পুজোর আগের পরিকল্পনার কথাও। দু’জনেই একমত, দুর্গাপুজোর দিনগুলোতে যেন আর বৃষ্টি না হয়। তবেই মিলবে খুঁটিনাটি আনন্দের সময়।
আরও পড়ুনঃ ‘আমায় চাবুক মা’রেন…ট্যাবলেট এর মতন গিলে নিলে’- বাবাকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ মমতা শঙ্কর! বাবার শিক্ষায় গর্বিত অভিনেত্রী!
যা-ই হোক, তাঁদের এই পুনর্মিলন দেখে দর্শকরা বেশ নস্টালজিক হয়ে পড়েছেন। এত বছর পরও মানুষ ‘মা’ ধারাবাহিকের চরিত্রগুলোকে আজও এভাবে মনে রেখেছেন, সেটাই হয়তো সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতে তাঁরা আবার একসঙ্গে কোনও প্রজেক্টে আসবেন কি না, সেই উত্তর মেলেনি। তবে এই মুহূর্তের ছবিই ভক্তদের কাছে অনেক আনন্দ এনে দিয়েছে।