সাবেকি পোশাক ছেড়ে এবার বোল্ড লুকে ফুলকি! তাবড় তাবড় নায়িকাদের হার মানিয়ে তাক লাগাচ্ছে এক রত্তি নায়িকা!

বাংলা টেলিভিশনের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে দিব্যানি মণ্ডল এখন সবচেয়ে আলোচিত নাম। ডেবিউ সিরিয়াল ‘ফুলকি’-তেই তিনি ঝড় তুলেছিলেন। সেই চরিত্রের জন্যই তাঁকে আজও অনেকেই ‘পর্দার ফুলকি’ বলে ডাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দিব্যানি যেন খোলস ভেঙে বেরোচ্ছেন। জন্মদিনের পার্টি থেকে শেয়ার করা কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঘিয়ে রঙা অফ-শোল্ডার লং ড্রেস, সঙ্গে হালকা জুয়েলারি—চোখ ধাঁধানো গ্ল্যামার লুকেই ধরা দিয়েছেন তিনি। আর সেই ছবিগুলো দেখে নেটিজেনদের একাংশ বলছেন, “ফুলকি এতটা বোল্ড কবে হয়ে গেল?”

মাত্র ২১-এ পা দেওয়া দিব্যানির এই রূপ দেখে প্রশংসার পাশাপাশি কটাক্ষও উড়ছে। অনেকেই লিখেছেন, ছোটপর্দায় তাঁকে এখনো বক্সার ফুলকির সাজেই দেখতে অভ্যস্ত দর্শক। হঠাৎ করে এত গ্ল্যামারাস অবতার নাকি বেশ অস্বস্তিকর। তবে তাঁর ভক্তরা পাল্টা যুক্তি দিয়েছেন, দিব্যানি এখন কেবল অভিনেত্রী নন, ব্যক্তিগত জীবনেও নিজের মতো করে বাঁচতে জানেন। ফলে তাঁর সাজপোশাক নিয়েই বিতর্ক ওঠা অযৌক্তিক।

দিব্যানির জীবনের গল্পও বেশ চমকপ্রদ। কলেজে পড়তে পড়তেই অভিনয়ের সুযোগ পান। ইংরেজি অনার্সের ছাত্রী হলেও পড়াশোনা মাঝপথে থেমে যায়। যদিও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বাবা-মায়ের ইচ্ছে মতো মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করবেন। অভিনয়ের বাইরে খেলাধুলাতেও সমান দক্ষ তিনি। ক্যারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা দিব্যানি বাস্তবেও ব্ল্যাকবেল্ট। তাই ‘ফুলকি’-র মারপিটের দৃশ্যে তাঁকে যতটা সাবলীল দেখা যায়, সেটা কেবল অভিনয় নয়, তাঁর নিজের দক্ষতারই বহিঃপ্রকাশ।

আরও পড়ুনঃ নিজের মেয়েকে পা’চার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চন্দ্র! মিঠিকে রক্ষা করলো নতুন! তবে কি এখানেই হবে চন্দ্রর যবনিকা পতন?

তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই নতুন বোল্ড লুক কি শুধুই জন্মদিনের ফটোশুটের জন্য, নাকি ছোটপর্দার ইমেজ ভেঙে অন্য পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন দিব্যানি? টেলিভিশনের দর্শকরা কি আদৌ মেনে নেবেন তাঁদের প্রিয় ফুলকিকে এমন গ্ল্যামারাস রূপে? নাকি ‘গার্ল-নেক্সট-ডোর’ ইমেজের বাইরে বেরিয়ে এসে এক নতুন যাত্রার সূচনা করবেন দিব্যানি মণ্ডল? সময়ই হয়তো এর উত্তর দেবে।

Back to top button