‘ভুয়ো খবরে কান দেবেন না, আদৃত বা আমার কাছে এই ধরনের কোন খবর নেই…’- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর শ্বেতা ভট্টাচার্য

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

আর এই বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। টেলিভিশন জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। নিজের অভিনয়ে, মিষ্টি ব্যবহারে বারবার মুগ্ধ করেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী।

টেলিভিশনের পর্দায় সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকি, কোন গোপনে মন ভেসেছের মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের রূপে গুণে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে টেলিভিশনের পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা হলেন আদৃত রায়। মিঠাই, মিত্তির বাড়ির মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবারে নাকি টেলিভিশনের পর্দায় একসাথে একই ধারাবাহিকে ফিরছেন দুজনে। দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে দুজনের দুই ধারাবাহিক। মাঝে কিছু দিনের বিরতির পরে, ফের নাকি জি বাংলার নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য ও আদৃত রায়। এতদিন যদিও চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতারা এখনও এই বিষয়ে কিছু বলেননি। তবে এবারে শ্বেতা মুখ খুললেন এক সাক্ষাৎকারে।

আরও পড়ুনঃ ‘আমার থেকে উপরে আর কেউ উঠতে পারবে না…পাবলিককে টাকা খাইয়ে ইচ্ছে করে আমার ছবির বদনাম করা হয়েছে!’- মুখ খুললেন সুপারস্টার দেব!

সাক্ষাৎকারে শ্বেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে শ্বেতা বলেন, ‘এটা একেবারেই ভুয়ো খবর। এ ধরনের কোনো খবর আমার বা আদৃত কারো কাছেই নেই। আমরা এই বিষয়ে দুজনেই অজ্ঞাত। তাই এই মিথ্যে প্রচার বিশ্বাস করবেন না। আমি নতুন ধারাবাহিকের জন্য লুক সেট করছি ঠিকই কিন্তু সেখানে কোনোভাবেই আদৃত নেই। এই বিষয়ে আমাদের মধ্যে কোনরকম কথা হয়নি।’

Back to top button