‘আমায় আর কেউ ডাকে না…’- এককালে তার কন্ঠেই নেচে উঠতো গোটা বাংলা! আজ কাজের অভাবে শুধুই আক্ষেপের সুর! অভাবের তাড়নায় বেহাল জনপ্রিয় সংগীত শিল্পী জিৎ গাঙ্গুলি!

সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন হলেন জিৎ গাঙ্গুলী (Jeet Ganguly)। যার গান শুনেই আমাদের ছোটবেলার বেশ কিছু বছর কেটেছে। সেই সময় দেব জিতের ছবি মানে জিৎ গাঙ্গুলীর কন্ঠে অথবা সুরে অসাধারণ গান। যা আমাদের স্মৃতির পাতায় লেগে রয়েছে আজও।

তবে একসময় যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একগুচ্ছ সুপারহিট গান উপহার দিয়েছিলেন তিনি আজ সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই রীতিমতো গায়েব। হঠাৎ করেই শেষ কয়েক বছর ধরে তার পরিচালনায় কোন গানই আমরা শুনিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেলেন জনপ্রিয় সংগীত শিল্পী।

এতদিন তাঁকে বাংলায়পাওয়া না যাওয়ার কারণ জিজ্ঞেস করতে খুব দুঃখ করে বললেন, ‘আসলে আমি নিজেও ঠিক জানি না। প্রযোজক, পরিচালকরা কেন আর আমায় ডাকে না। অথচ আমি শুনেছি কিছুদিন আগেও অন্য একটি ছবির মিউজিক লঞ্চে আমার করা মিউজিক বেজেছে। টনিক ছবির মিউজিক করেছিলাম। তাও অনেকদিন হল। এখন এই স্বার্থপর ছবির সুর করার কাজ পেলাম। জানি না কেন আর ডাক পাইনা। অথচ আমার একসময় মুম্বইতে যখন খুব ব্যস্ততা ছিল। তখনও বাংলা সিনেমার জন্য সুর করেছি, রেকর্ডিং শেষ করে সিডি নিয়ে ছুটতে ছুটতে প্লেন এ গান পাঠিয়েছি। সেই ট্র্যাকে গানের শুট হবে। আজকের সুপার স্টারদের সুপারহিট গান উপহার দিয়েছি। তবে এখন কেন ডাকে না ঠিক বলতে পারব না, আসলে আমি বাংলা গান করতে চাই তাই মন খারাপ হয়।’

বহু বছর আগে তো টনিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তারপর বেশ কয়েক বছর পর স্বার্থপর ছবির কাজের সুযোগ পেলেন। মাঝে কয়েক বছর কোন কাজই আসেনি সঙ্গীত শিল্পীর হাতে। কেন জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী সাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এত দূরত্ব তৈরি হয়েছে সেটা তিনি নিজেও জানেন না।

আরও পড়ুনঃ মাত্র ২ বছর বয়সেই পায়ে হাই হিল! মায়ের মতনই পায়ে পেন্সিল হিল পরে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি! দেখে অবাক তারকা দম্পতি!

একসময় দেবের প্রায় সব ছবিটি গানের সুর দিয়েছেন, নিজেও গান গেয়েছিলেন। মন মানে না, পাগলু থেকে শুরু করে রোমিও, ফাইটার, শত্রুর মতো একাধিক ছবির গান গেয়েছেন তিনি। বর্তমানে বেশিরভাগ সময় মুম্বাইতে থাকেন। মুম্বাইতেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করেছেন।

Back to top button