জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! কী বলছেন অভিনেত্রী?

টলিপাড়ার (Tollywood) অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী মানসী সিনহা (Manashi Sinha)। দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশনের পর্দায় নজরকাড়া অভিনয় করে গেছেন। টেলিপর্দায় তাঁর বেশ কিছু অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। মানসী সিনহার অভিনয় করা চরিত্রগুলি দর্শক মনে দাগ কেটেছে। টেলিপর্দায় এখনও দাপিয়ে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু হঠাৎ-ই তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।

টেলিপর্দায় মানসী সিনহার অভিনয় তালিকা গুণে শেষ করা যাবেনা। অভিনয় জগতের বহু বসন্ত পার করে এসেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’। এই ধারাবাহিকে অভিনয় করছিলেন মানসী সিনহা। ‘রাঙা বউ’ ছাড়াও ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটিতেও দেখা যায় অভিনেত্রীকে।

Bengali actress

বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও শুরু করেছেন মানসী। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালনায় নতুন ছবি ‘এটা আমাদের গল্প’। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সংষ্কারী হাউস। গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে বলে খবর। কিন্তু তার আগেই এই ছবিকে কেন্দ্র করে উঠল গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগের তীর অভিনেত্রী মানসী সিনহার দিকে।

সম্প্রতি ছবির সহ-প্রযোজক দাবি করেছেন, তাঁর কাছ থেকে প্রায় ২৬ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। যা এখনও ফেরত দেননি অভিনেত্রী মানসী। এই বিষয়ে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান। যদিও সংবাদমাধ্যমের কাছে আর্থিক প্রতারণার অভিযোগটি অস্বীকার করেছেন।

আরো পড়ুন: সোনার সংসারে অবহেলা পেয়ে ভক্তদের বিদায় জানালেন ‘মিলি’ ওরফে খেয়ালী!

মানসী সিনহা জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁর উকিল দেখছেন। যে সমস্যাটি শোনা যাচ্ছে বা যে অভিযোগটি উঠেছে, তার আইনি পথেই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন অভিনেত্রী। নতুন ছবি নিয়ে তিনি বিশেষ আশাবাদী। টলিউডের বহু নামকরা অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে ‘এটা আমাদের গল্প’ ছবিটিতে।

Back to top button