জনপ্রিয়তার জন্য ‘মেয়েবেলা’র গল্প চুরি! জি বাংলায় মানালির নতুন ধারাবাহিক “কার কাছে কই মনের কথা” আসতেই অভিযোগ দর্শকদের

অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষায় বসে ছিল আবার কবে তাদের প্রিয় ফুলঝুরি অর্থাৎ চেনা মুখ মানালি দে টিভির পর্দায় ফিরবেন। স্টার জলসার হাত ধরে সেই “বউ কথা কও” এর ‘মৌরি’ হয়ে যে পথ চলা ছোটপর্দায় শুরু করেছিলেন মানালি সেই পথ তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। এখন বাংলার প্রতিটি ছোট পর্দার দর্শক তাকে কেউ ফুলঝুরি অথবা কেউ মৌরি হিসেবে চেনে। কিন্তু এবার চেনার পালা এক অন্য নামে।
নকশী কাঁথার পরে আবার একবার স্নেহা এবং মানালিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এটাও জানা গিয়েছিল। তবে এবারে একে অপরের শত্রু নয় বরং বন্ধু হয়েই দর্শকের মন জয় করতে আসছে তারা। অনেকদিন ধরেই ছোট পর্দার দর্শকরা এই ধারাবাহিকের আসার অপেক্ষায় বসে ছিলেন আর সেই অপেক্ষা আজ শেষ হল।
আসছে মানালির নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো গতকালই সম্প্রচারিত করা হয়েছে জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে। যার নাম “কার কাছে কই মনের কথা”। প্রোমোটি প্রথমবার দেখেই বোঝা যাবে গৃহবধূদের একে অপরের স্বপ্নপূরণে পাশাপাশি হাত ধরে চলার গল্প নিয়েই আসবে এই ধারাবাহিক। যার প্রথম ঝলকে একেবারে মন ছুয়ে গেছে দর্শকদের। তবে প্রতিটি বিষয়েই ভালোর সাথে সাথে একটি খারাপ দিকও থাকে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি আপাদমস্ত কপি করেছে মেয়েবেলার প্লট, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। মেয়েবেলাতেও প্রধান বিষয়বস্তু ছিল মেয়েদের না পূরণ হওয়া স্বপ্নগুলো, না মেটা আশাগুলোর পূরণ হওয়ার গল্প। ধারাবাহিকে প্রত্যেকটি মেয়েকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক এমন চিন্তাভাবনা নিয়েই শুরু হচ্ছে জি বাংলার এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকেও মেয়েদের পূরণ না হওয়া স্বপ্ন গুলোকেই তুলে ধরা হবে বলে মনে করছেন দর্শকরা।
অনেক দর্শকরা মন্তব্য করছেন, স্টার জলসাকে টেক্কা দিতে এবার স্টার জলসারই একটি ধারাবাহিককে কপি করে সেটার সম্প্রচার করতে চাইছে জি বাংলা। মানে কিছুটা গঙ্গা জলে গঙ্গা পূজার মত ব্যাপার-স্যাপার। এমন উদাহরণ আগেও দিয়েছে জি। ইচ্ছে নদী ধারাবাহিককে আপাদমস্তক কপি করে নিয়ে এসেছে ইচ্ছে পুতুল। যেখানে টাইটেল থেকে শুরু করে নায়িকার নাম তথা ধারাবাহিকের প্লট সবই প্রায় এক। ঠিক তেমনটাই পুনরায় করতে চলেছে জি বাংলা। আরো একবার স্টার জলসার কপি করে নাম কমতে চাইছে জি বাংলা, এমনটাই বলছেন সমালোচকরা।