সবাইকে এক করতে দাদুর দাদাকে বাড়ির দুর্গাপূজায় নিয়ে এলো পারুল! পুরনো সব রাগ ভুলে আবারও এক হল বসু পরিবার! ধামাকাদার আজকের পর্ব

পরিণীতা (Parineeta) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শিরিন পিছন থেকে কলকাঠি নেড়ে টগরকে সকলের চোখে খারাপ করে দিলো। পরের দিন মহাষ্টমীর পুজোর ধুমধাম আয়োজন করে রায়ান। একদিন পারুল এবং একদিন রায়ানের কাঁধে দায়িত্ব পড়েছে পুজো সামলানোর জন্য। রায়ানও পারুলের থেকে পিছিয়ে যায়নি দারুণ আয়োজন করেছে সবাইকে আলাদা আলাদা কাজ ভাগ করে দিয়ে। তারপরে শুরু হয় অষ্টমীর অঞ্জলি। সকলেই মন দিয়ে অঞ্জলি পুজো দেয় আর মনের ইচ্ছে জানায় মায়ের কাছে। পারুল নিজের মাকে ফিরে পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করে। রায়ানও প্রার্থনা করে পারুল যাতে তার নিজের মাকে খুঁজে পায় খুব তাড়াতাড়ি।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 4 October, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৪ অক্টোবর আজকের পর্ব

কিন্তু শিরিন তো শুধরানোর নয় সে এখনো ভগবানের কাছে পারুলের ক্ষতি চাওয়ার প্রার্থনা করছে। এদিকে অঞ্জলি শেষে রায়ান পারুলকে সুন্দর করে একটা আলপনা দেওয়ার কথা জানায়। পারুলও রায়ানের কথামতো ঠাকুরদোলানে সুন্দর করে আলপনা দিতে বসে। এরই মাঝে পুজো শেষে রায়ানের মা সকলকে প্রসাদ বিতরণ করছিল। আর ঠিক তখনই সামনে চলে আসে পারুল। একেই তো রায়ানের মা পারুলকে পছন্দ করেনা কিন্তু ভগবানের প্রসাদ এভাবে মুখের সামনে থেকে ফিরিয়ে নিতে পারছিলেন না তিনি। তারপর সকলে অনেকবার করে জোর করায় সকলের মত পারুলকেও প্রসাদ খাইয়ে দেয় নিজের হাতে।

পারুল তো এটা স্বপ্ন না সত্যি সেটাই বিশ্বাস করতে পারছিল না। ভোরবেলা ঠিক একই রকমের স্বপ্ন দেখেছিল পারুল। আর ভগবান যে এভাবে তার স্বপ্ন পূরণ করবে সেটা নিজেও ভাবতে পারেনি। ওদিকে সকলে উপস্থিত থাকলেও দাদুকে কোথাও দেখতে না পেয়ে পারুল তাকে ডাকতে যায়। পারুল ঘরে গিয়ে দেখে দাদু একা একা ঘরে বসে একটা ছবি দেখে কাঁদছে। দাদুর হাতে ওই ছবিটা দেখে পারুলের খটকা লাগে কারণ ওই একই ছবি পারুল তাদের ইউনিভার্সিটির প্রফেসরের ঘরেও দেখেছে।

আরও পড়ুনঃ ফুলকির পুজোর আনন্দ মাটি করতে নতুন রূপ ধারণ করল ছোট রাণী! নিজের সন্তানকে রক্ষা করতে জীবনের কঠিন সিদ্ধান্ত নিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে এই উৎসবের মাঝেই বসু পরিবারের এক গোপন সত্যি জানতে পারলো পারুল। পারুলের ইউনিভার্সিটির প্রফেসর আর দাদু দুই ভাই এই কথা এতদিন কেউ জানত না ঠাম্মি আজ প্রথম জানালো পারুলকে। আর দুর্গাপুজোতে দাদার অনুপস্থিতি তাদেরকে ভীষণ কষ্ট দিচ্ছে। তাই পারুল ঠিক করে এই পুজোতে পুরো বসু পরিবারকে এক করবে। তাই দাদুকে জোর করে নিয়ে আসে পুজো মন্ডপে। আর যেখানেই উপস্থিত ছিল দাদুর দাদা। এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button