টেলিপাড়ার জনপ্রিয় জুটি বিচ্ছেদ ভুলে আবার হলেন একসাথে, প্রিয় তারকার ছবি সামনে আসতেই খুশি ভক্তরা

টলি পাড়ায় নতুন প্রেম পর্ব সূচনার থেকে অনেক বেশি শোনা যায় বিচ্ছেদের খবর। বিগত কয়েক মাসের মধ্যেই একাধিক বিচ্ছেদ ঘটেছে টেলি তারকাদের মধ্যে। দর্শকরা ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের এতটাই পছন্দ করেন যে তাদেরকে নিজের ঘরের লোক বলেই মনে করেন।
তাই কোন নতুন সম্পর্ক গড়ে উঠলে যেমন তাদের আনন্দের সীমানা থাকে না ঠিক তেমনি দীর্ঘদিনের কোন সম্পর্কে যখন ইতি পড়ে তখনও তাদের বেশ খারাপ লাগা তৈরি হয়। তবে এই প্রতিবেদনের বিষয়টা একটু অন্য। কোন নতুন সম্পর্ক গড়ে ওঠেনি আর কোন বিচ্ছেদও হয়নি। বিচ্ছেদ হওয়া এক জুটির পুনরায় মিল ঘটেছে।
‘ভাগ্যলক্ষ্মী’-র পর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেই স্পটলাইটে এসেছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)। তার অভিনয় নিয়ে তো চর্চা চলে অবিরত। কিন্তু বিগত কয়েকমাসে তার থেকেও বেশি চর্চিত হয়েছিল তার ব্যক্তিগত প্রেম জীবন।
View this post on Instagram
কারণ কোনোরূপ লুকাছুপি ছাড়াই মডেল মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ওরফে নীলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। প্রকাশ্যে অনেকবার একসাথে দেখা গিয়েছিল তাদের দুজনকে। কিন্তু নতুন বছরের শুরুতেই সম্পর্কে ভাঙন। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
তবে এইবার বিচ্ছেদ ভুলে দর্শকদের জন্য রয়েছে নতুন সুখবর। টলি পাড়ায় নতুন আপডেট, সমস্ত মান অভিমান ভুলে পুনরায় এক হয়েছেন এই জনপ্রিয় তারকা জুটি। সম্প্রতি অস্মিতা এবং প্রারব্ধির সাথে ব্যক্তিগত সময় কাটাতে দেখা গিয়েছে এই অভিনেতা অভিনেত্রীকে। আর সেখান থেকেই নিশ্চিত হওয়া যাচ্ছে আর কোন বিবাদ নেই তাদের মধ্যে। নতুন করে আবার এক হয়েছেন এই জুটি।
View this post on Instagram