একই গল্পের পুনরাবৃত্তি! তখনকার শ্রীময়ী এখনকার শিমুল! বউ হয়ে বরের বিয়ে দিয়ে মহান একই গল্প দেখতে দেখতে বিরক্ত দর্শক

বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। ধারাবাহিকের গল্প দর্শকদের কাছে এতটাই বাস্তবসম্মত এবং আকর্ষণীয় বলে মনে হয়েছে যে দর্শকরা একটা দিনও একটা এপিসোডও মিস করতে নারাজ।

বাংলা ধারাবাহিকের জগতে এমন কঠোর বাস্তবকে তুলে ধরেছে এরকম ধারাবাহিক বোধহয় খুব কমই আছে। তাই আর পাঁচটা ধারাবাহিকের থেকে অন্যরকম এই কার কাছে কই মনের কথা। নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পাওয়ায় ধারাবাহিকটি টিআরপিও বেশ ঊর্ধ্বমুখী। কয়েক সপ্তাহ হল প্রথম পাঁচ থেকে বেরিয়ে গিয়েছে এই মেগা। তবে গল্পের আকর্ষণীয়তা যে খুব তাড়াতাড়ি আবার টিআরপিতে সাফল্য আনবে তা নিশ্চিত।

আরো পড়ুন: বেড়েই চলেছে দূরত্ব, শেষ বেলাতেও ভুল বোঝাবুঝি! একে অপরের থেকে আলাদা হবেই মেঘ নীল!

বর্তমানে, ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও শিমুল অর্থাৎ ধারাবাহিকের নায়িকা পড়ে রয়েছে তার শ্বশুরবাড়িতেই। কারণ তাকে তার শাশুড়ি মা এবং ননদ পুতুলকে দেখে রাখতে হবে। শুধু তাই নয় নিজে দাঁড়িয়ে থেকে তার প্রাক্তন স্বামী পরাগ ব্যানার্জির নতুন করে প্রিয়াঙ্কা নামে একটি মেয়ের সাথে বিয়েও দিচ্ছে সে।

ঠিক এইখানে এসেই কেমন যেন মিলে যাচ্ছে দুটি ধারাবাহিকের গল্প। ঠিক যেন পুরনো গল্পকে নতুন মোড়কে মুড়ে পরিবেশন করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়টা বেশ নজর কেড়েছে দর্শকদের। একটু একটু করে মনে পড়ে যাচ্ছে সেই ধারাবাহিকটির কথা, যে ধারাবাহিকে এই একই প্লট ইতিমধ্যেই দেখেছেন দর্শকরা। কথা হচ্ছে শ্রীময়ী ধারাবাহিকটিকে নিয়ে।

শ্রীময়ী ধারাবাহিকেও, নায়িকা ডিভোর্স হওয়ার পরেও নিজের শ্বশুরবাড়িতে থেকে গিয়েছিলেন এবং নিজের প্রাক্তন স্বামীর সাথে খলনায়িকা জুনের পুনরায় বিয়ে দিয়েছিলেন। হুবহু একই গল্পর পুনরাবৃত্তি। বিষয়টা বুঝতে পেরেই কি তবে একঘেয়ে বোধ করছেন ভক্তরা? তাই জন্যই কি হঠাৎ পড়ে গিয়েছে ধারাবাহিকের টিআরপি? এই নতুনত্বের জগতে এক জিনিস বারবার দেখতে কেউই পছন্দ করেন না। গল্পে নতুন চমক না আসলে ধারাবাহিকের টিআরপি আগের জায়গা ফিরে পাবে না, দাবি দর্শকদের।

Back to top button