নতুন ধারাবাহিকে ফিরছে এক্কাদোক্কার পোখরাজ! বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী!

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেল গুলিতে সম্প্রচারিত ধারাবাহিক গুলির ক্ষেত্রে টিআরপি (TRP) অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। কারণ টিআরপির না থাকলেই শেষ হয়ে যায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক। ঠিক এমন ভাবেই শেষ হয়ে গিয়েছে জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনামনি সাহা এবং সপ্তর্ষি মৌলিককে। যদিও পরবর্তীতে টিআরপি তোলার জন্য ধারাবাহিকের দ্বিতীয় নায়ক হিসেবে প্রবেশ করেন প্রতীক সেন।
এর পর থেকে অনির্বাণ গুহই প্রধান নায়ক হিসেবে ধীরে ধীরে প্রতিস্থাপিত হয়। পুরনো জুটি ফিরে আসার পরেও টিআরপিতে তেমন কোন হেরফের দেখতে পানি চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপি সেই আগের মতনই তলানিতেই পড়েছিল। যার ফল স্বরূপ আর পাঁচটা ধারাবাহিকের মতন কম থাকার বিষয়টিকে কেন্দ্র করে চ্যানেল কর্তৃপক্ষ অবিলম্বে শেষ করে দেয় এই ধারাবাহিকটিকে।
তারপর থেকে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। নতুন প্রজেক্টে কবে আবার তাদেরকে দেখা যাবে সেই আশায় দিন গুনছেন দর্শকমহল। এবার জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় নতুন এক ধারাবাহিকের প্রধান মুখ হয়ে ফিরছেন পোখরাজ অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি মৌলিক।
একসময়ের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী-তে ডিংকা চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ভিশন জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। আর তারপরেই জলসার এক্কাদোক্কা ধারাবাহিকের নায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এইবার আরো এক নতুন ধারাবাহিকের ফিরতে চলেছেন এই অভিনেতা। তার বিপরীতে থাকতে চলেছে জনপ্রিয় এক অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘আমি স্বপ্নে দেখি শিবের সঙ্গে কথা বলছি’- মিঠাই রানীর স্বপ্নে ধরা দিলেন মহাদেব! নিজেই সেই ঘটনা খুলে বললেন অভিনেত্রী
মিঠিঝোড়া আর কার কাছে কই মনের কথা ধারাবাহিকটির পর জি বাংলা অর্গানিক স্টুডিও আনতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান অভিনেতার চরিত্রই নাকি দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে। এটাই তার জি বাংলায় করা প্রথম ধারাবাহিক হতে চলেছে। নায়িকা হিসেবে দেখা যাবে নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিক খ্যাত ঋতব্রতা দেকে। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে, এই ধারাবাহিকের প্রথম প্রমোশন ভিডিও।