নয় বছর পর টেলিভিশনের পর্দায় সৌরভ চক্রবর্তী! নিজের ব্যাংক খোলার গল্প নিয়ে আসছে লক্ষ্মীর ঝাঁপি! প্রকাশ্যে প্রথম প্রোমো

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আর বর্তমানে ধারাবাহিকগুলি সম্পূর্ণ টিআরপি নির্ভর। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক চলবেও ততদিন। আর ধারাবাহিককের টিআরপি একটু এদিক থেকে ওদিক হলেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। তার বদলে শুরু হয় নতুন ধারাবাহিক। সেরকমই আগামী দিনে শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক।

জনপ্রিয় চ্যানেলে আসে নতুন ধারাবাহিক। এর মধ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে থাকছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। আর অভিনেত্রীর বিপরীতে থাকছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ধারাবাহিকটি আসছে জনপ্রিয় চ্যানেল স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পর থেকেই তো দর্শক অধীর আগ্রহে দিন গুনছেন কবে ধারাবাহিকটি শুরু হবে।

কয়েক মাস আগেই শেষ হয়েছে শুভস্মিতার ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরই শোনা যাচ্ছিল নতুন ধারাবাহিকের হাত ধরে আবার স্টার জলসার পর্দায় ফিরবেন অভিনেত্রী। তবে কবে ফিরবেন, কোন ধারাবাহিককে, তার বিপরীতে কে থাকবে সে সবকিছু জানা যায়নি। অবশেষে দর্শকদের সেই অপেক্ষা শেষ হলো। নতুন ধারাবাহিক আসছে স্টার জলসা পর্দায়। ধারাবাহিকের নাম লক্ষ্মীর ঝাঁপি। শুভস্মিতার বিপরীতে থাকছেন অভিনেতা সৌরভ। প্রায় ৯ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ।

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে গল্পের নায়িকার ঝাঁপির বিয়ের আয়োজন শুরু হয়েছে ধুমধাম করে। চারিদিকে সাজো সাজো রব। তবে এই বিয়েতে তার মত নেই। সে ভালোবাসে অন্য কাউকে। কিন্তু ভাগ্যের পরিহাসে তার অন্য কারো সাথেই বিয়ে ঠিক হয়েছে। তারপরেই গল্পে এন্ট্রি নেয় গল্পের নায়ক দ্বীপ। এই দ্বীপকেই মনে মনে ভালোবাসা ঝাঁপি। কিন্তু মনের কথা মনের মানুষ অব্দি পৌঁছতে পারেনি সে। এদিকে বিয়ের দিনকে বিয়ের আসরে ঝাঁপির বাবার উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়। চোর অপবাদ দেওয়া হয় তার বাবার উপরে। বিয়ের মন্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বরকে।

আড়ো পড়ুনঃ সত্যি হলো কমলিনীর সন্দেহ! সন্তানসহ ফিরে এলো চন্দ্রর আরেক স্ত্রী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

ঝাঁপির বাবার বীমা কোম্পানির এজেন্ট। সেখান থেকেই সাধারণ মানুষের টাকা চোট হয়েছে। আর সেই নিয়েই যত গন্ডগোল। ঝাঁপির বাবাকে সকলে মিলে ভুল বোঝে। কিন্তু ঝাঁপি সকলকে থামিয়ে জানাই দু বছরের মধ্যে সেই সকলের টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু ঝাঁপি দু’বছরের মধ্যে কিভাবে টাকা ফেরত দেবে সেটাই চিন্তার বিষয়। মনের মানুষ দ্বীপকে কি এই কঠিন লড়াইয়ে পাশে পাবে ঝাঁপি? সেই নিয়ে এগোবে ধারাবাহিকের গল্প।

Back to top button