টলিপাড়ায় শোকের ছায়া! ফের অকাল মৃ’ত্যু! অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে বিরাট দুঃসংবাদ!

একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ (Bad News) এসে পড়ছে। চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক। এবারে জনপ্রিয় অভিনেত্রীর (Television Actress) জীবনে নেমে এলো খারাপ সময়। চলতি বছর অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগেই জানানো হয়েছে। সম্প্রতি আরো একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় শিল্পীর জীবনে।

চলতি বছরে পর পর খারাপ খবর শোনা যাচ্ছে। একের পর এক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী পরিচালকের জীবনে খারাপ সংবাদ শোনা যাচ্ছে। তাই চলতি বছরটা একেবারেই ভালো কাটছে না কারো। ইন্ডাস্ট্রিতে কালো অন্ধকারের ছায়া পড়েছে। এবারে সেই অন্ধকার নেমে এলো টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে। অভিনেতার জীবনে খারাপ সময় চলছে। অভিনেতার জীবনে যে এমন একটা দিন আসবে সেটা কেউই কল্পনা করেনি। কাছের মানুষকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা।

নিজের প্রিয়জনকে হারিয়ে একেবারেই মুসরে পড়েছেন তিনি। ভাই অমিতাভ চক্রবর্তীকে হারালেন বারাসতের বিধায়ক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। দিন তিনেক আগে সকালে ঘুম থেকে ওঠার পরই হৃদ্‌‌রোগে আক্রান্ত হন তাঁর ভাই। কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইয়ের কথা বলতে বলতে গলা ধরে এসেছে অভিনেতার।

অভিনেতা বলেন, “কত স্মৃতি ওর সঙ্গে। ছোটবেলায় অমিতাভকে কোলে নিয়ে কত ঘুরেছি। সেই ভাইয়ের শ্মশানযাত্রা দেখতে হল! মানতে পারছি না। কাউকে বিরক্ত করল না। নিজেও ভুগল না। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। অমিতাভের মতো মৃত্যু অনেকের কাছেই হয়তো কাম্য। যেন মনে হল, টা-টা করে চলে গেল!”

আরও পড়ুনঃ দুঃসংবাদ! অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য! কি জানালেন অভিনেতা?

আপাতদৃষ্টিতে তাঁর ভাইয়ের শারীরিক কোনও সমস্যা ছিল না। মাঝে বুকে সামান্য অস্বস্তি বোধ করেছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশ মেনে ইসিজি করা হয়। পরীক্ষায় কিন্তু কোনও সমস্যা ধরা পড়েনি। যদিও চিকিৎসক ইকো কার্ডিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা আর করাননি অমিতাভ।

Back to top button