“তুমি গিনির সাথে এমন করলে”!ময়ূরীর সমস্ত চাল ধরে ফেলল মিনি, বিয়ে বাড়িতে সবার সামনে জবাব চাইলো সে

বর্তমানে বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ।
সম্পর্কের শুরুতেই সবার মুখ ঝামটা, অপমান সহ্য করেও এই বিয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মেঘ। তবে তার দিদি ময়ূরী তার শ্বশুরবাড়ির কাছে এতটাই প্রিয় যে মেঘের কথা গুলো কারোর কাছেই গ্রহণযোগ্য হয়নি। বর্তমানে রুপঙ্করকে বিয়ে করার পর থেকে গিনির জীবনে নেমে এসেছে চরম অন্ধকার।
বাড়ির লোকজন যখন রূপঙ্করের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কথা বলে তখন গিনি পাগল হয়ে যায়। সে রীতিমত আত্মহত্যার ভয় দেখিয়ে বাড়ির সবাইকে বিয়ের জন্য রাজি করায়। নিজের কপালটা নিজেই পোড়ালো গিনি। গিনির এই অবস্থা দেখে সাত পাঁচ না ভেবেই বিয়েটা দিয়ে দিতে বাধ্য হয় তার পরিবার।
View this post on Instagram
বর্তমানে গিনির সঙ্গে চলছে অমানবিক অত্যাচার। শুধুমাত্র রিসেপশনে গিনির বাড়ির লোকজন আসবে বলে রূপ ভালো মানুষের মুখোশ পরে আরো একবার গিনিকে বোঝায় যে সবাই মিথ্যা কথা বলছে সেই শুধুমাত্র সত্যবাদী। অনেক কান্নাকাটি করার পর শেষমেষ আবারও রূপকে বিশ্বাস করে ফেলে গিনি। অন্যদিকে ময়ূরীর বিয়ের জন্য মধুমিতার সাথে কথাবার্তা সেরে ফেলে মীনাক্ষী।
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মিনির সন্দেহের তীর এবার ঘুরে গেল ময়ূরীর দিকে। ময়ূরী মিনিকে জিজ্ঞাসা করে তারও কি এমন কেউ মনের মানুষ আছে? মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। মিনি তখন সন্দেহের নজরে ময়ূরীকে জিজ্ঞাসা করে “ঠিক এমনটাই কি তুমি গিনির সাথে করেছো?” এই কথার কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না ময়ূরী। সে ঘাবড়ে যায়।