পর্দায় আরো একবার গুনগুন-বাবিন ম্যাজিক একসাথে, ধারাবাহিকে ফিরছেন খড়কুটোর প্রিয় জুটি!

বাংলা বিনোদন জগতের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসা (Star Jalsha)। জলসার ১৫ বছরের জীবনে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছে সে। তার মধ্যে অন্যতম হলো খড়কুটো (Khorkuto)। আজ থেকে তাই তিন বছর আগে ২০২০ সালের ১৭ অগাস্ট স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় বাংলা ধারাবাহিক খড়কুটো।
হাস্যরসের গল্পে ভরপুর এই ধারাবাহিক ১৩ থেকে ৮৩ প্রতিটি বাঙালি দর্শকের মন জিতে নিতে সক্ষম হয়েছিল। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বং বিউটি অভিনেত্রী তৃণা সাহা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়। দুষ্টু মিষ্টি বেশ একটা মজার চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা। আর বেশ খানিকটা গুরু গম্ভীর এবং আদর্শবান ছেলের চরিত্রই ছিল কৌশিকের।
ধারাবাহিকের সৌজন্যে তৃণা-কৌশিক জুটি আজ সকলের কাছে গুনগুন সৌগুন নামেই বেশি পরিচিত। এই নামেই তাদের দর্শকরা চেনেন। তবে সৌজন্যকে অবশ্য পরিবারের সদস্যরা বাবিন বলেই ডাকতেন। এরপর ২০২২- এর ২১ অগাস্ট ছিল খড়কুটো সিরিয়ালের শেষ সম্প্রচার হয়। ধারাবাহিক কি শেষ হয়ে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন দর্শক মহল।
তবে এইবার শোনা গেল খুব তাড়াতাড়িই নাকি টেলিভিশনে কোন এক ধারাবাহিককে ফিরতে চলেছেন গুনগুন বাবিন জুটি। এই কথা কি সত্যি? কৌশিকের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তৃণা সাহা। আর ক্যাপশনে লিখেছেন, ‘এই পুজোয় ফের বাবিন-গুনগুনের রিইউনিয়নে থাকছে বিশেষ চমক।’
এই পোস্টটি দেখার পর আশা জেগেছে দর্শকদের মনে। এই জুটির আরো একটি ধারাবাহিক পরবর্তীতে শুরু হয় যার নাম বালিঝড়। কিন্তু টিআরপি না ওঠায় দু মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেটি। দর্শকরা খুব তাড়াতাড়ি তাদের ফিরে পেতে চান। নেটপাড়ার এক সদস্য লেখেন, “দীর্ঘ দিন পর সৌগুনকে দেখলাম। এটা তো আমার প্রিয় জুটি।” ভক্তদের উত্তেজনা তো বাড়িয়ে দিয়েছেন তৃণা-কৌশিক। পরবর্তী সারপ্রাইজটা কবে আসবে তার অপেক্ষায় রয়েছে সৌজুন জুটির ফ্যনরা।
View this post on Instagram