ডিভোর্স জল্পনা উড়িয়ে দিয়ে বড়দিনে প্রেমের বার্তা উদয় অনামিকার! নেট দুনিয়ায় প্রকাশ্যে তারকা দম্পতির প্রেমের নিদর্শন!

টলিউডে সম্পর্ক ভাঙা গড়ার গুঞ্জন নতুন কিছু নয়। পরিচিত মুখ হলেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয় মুহূর্তে। সম্প্রতি সেই তালিকায় উঠে আসে অভিনেতা উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর নাম। বিয়ের দু বছর না পেরোতেই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা এমনই রটনা ছড়ায়। অনামিকার সমাজমাধ্যম থেকে স্বামীর সঙ্গে সব ছবি মুছে যাওয়া থেকেই জল্পনার আগুনে ঘি পড়ে।

তবে বড়দিনের রাতেই সমস্ত জল্পনায় ইতি টানলেন উদয়। স্ত্রী অনামিকাকে জড়িয়ে ধরা দুটি ছবি ভাগ করে নিয়ে ক্রিসমাসের শুভেচ্ছা জানান তিনি। শুধু ছবি নয় পোস্টের সঙ্গে জুড়ে দেন রোম্যান্টিক গান। সোচতা হু কাভি উসকা দিল মুঝপে আয়ে তো। এই এক পোস্টেই যেন স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে। ভালোবাসার এই প্রকাশেই চুপ করে যান নিন্দুকেরা।

এই ছবিগুলি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কেউ লেখেন তোমরা আমার বড়দিনটা স্পেশাল করে দিলে। আবার কেউ বলেন তোমাদের একসঙ্গে দেখলেই মন ভালো হয়ে যায়। অনেকেই চাইছেন এইভাবেই যেন দুজনে পাশাপাশি থাকেন। সমাজমাধ্যমে ভালবাসা আর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে উদয় অনামিকার পোস্ট ঘিরে।

এর আগেও ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন উদয়। তিনি জানিয়েছিলেন পরিচিত মানুষ হলেই নানা কথা শুনতে হয় কিন্তু তাঁদের সম্পর্কে কোনও ফাটল নেই। অনামিকাও সাফ বলেছিলেন সমাজমাধ্যম তাঁর কাজের জায়গা ব্যক্তিগত জীবন নিয়ে জবাব দেওয়ার দায় নেই। এই মন্তব্যেই স্পষ্ট ছিল তাঁরা নিজেদের মতো করেই জীবন যাপন করতে চান।

আরও পড়ুনঃ শিউরে ওঠা ঘটনার সম্মুখীন বিনোদন জগৎ! পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রীর ক্ষ’তবিক্ষত দেহ! পুলিশের নিশানায় অভিনেত্রীর প্রেমিক!

কাজের দিক থেকে বর্তমানে ব্যস্ত উদয়। পরিণীতা ধারাবাহিকে রায়ান চরিত্রে তাঁকে বেশ পছন্দ করছেন দর্শক। অন্যদিকে অনামিকার কেরিয়ার এখন কিছুটা টালমাটাল। কাজ কম পাওয়ার কথাও তিনি নিজেই স্বীকার করেছেন। আপাতত অভিনয়ের পাশাপাশি ডেইলি ভ্লগিংয়েই মন দিয়েছেন অনামিকা। ব্যক্তিগত ও পেশাদার দুই দিকেই নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় তিনি।

Back to top button