এক সময় এই অভিনেতা টেক্কা দিতেন অমিতাভ বচ্চনকেও, কিন্তু নিজের ভুলের শেষ হয়ে গেছে কেরিয়ার

আমাদের বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা (Bollywood Actor) রয়েছেন যারা দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে অবিরাম রাজত্ব চালিয়ে যাচ্ছে না এখনো অব। সময় বদলালেও তাঁদের গ্রহণযোগ্যতা বা চাহিদা একটুও কমেনি। এমনই একজন অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ‘বিগ বি’। অনেকেই হয়তো জানেন না, বলিউডে এমন একজন অভিনেতা ছিলেন যার ভয়ে কাঁপতেন খোদ অমিতাভ!

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ বলা হতো সত্তরের দশককে। সেই সময় ইন্ডাস্ট্রিতে অভিনয় করতেন একাধিক নামী তারকা। এই সময়ে আরো একজন অভিনেতা মন কেড়ে নিয়েছিল দর্শক মহলের। আর তিনি ছিলেন বিনোদ খান্না (Vinod Khanna)। যেমন হ্যান্ডসাম দেখতে, তেমনই তুখোড় অভিনয় ছিল তাঁর। দর্শকদের একাংশের কথায়, বিনোদ ছিলেন একেবারে সর্বগুণ সম্পন্ন। এই জনপ্রিয়তার দিয়ে অমিতাভকেও জোর টেক্কা দিতেন তিনি।

Vinod Khanna and Amitabh Bachchan: 10 films starring the friends/rivals | Bollywood - Hindustan Times
১৯৪৬ সালের ৬ অক্টোবর পেশোয়ারের এক ব্যবসায়িক পরিবারে জন্ম বিনোদ খন্নার। তাঁর জন্মের এক বছরের মধ্যেই দেশভাগ হয়ে যায়। এর পর নিজের পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন তিনি। প্রথমে মুম্বইয়ে তাঁর পরিবার থাকতে শুরু করে। কয়েক বছর পরে পরিবার আবার দিল্লি চলে যায়। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেন বিনোদ খান্না। বাবার ইচ্ছে অনুযায়ী কর্মাস নিয়ে পড়াশুনো করেন তিনি। সে সময় থেকেই কলেজ থিয়েটারে যোগ দেন তিনি। সেই কলেজ থিয়েটার করতে গিয়েই প্রথম স্ত্রী গীতাঞ্জলি তলেয়ারখানের সঙ্গে পরিচয় ও প্রেম।

কলেজ শেষ হতেই থিয়েটারে বিনোদের অভিনয় দেখে সুনীল দত্ত তাঁকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেন! ১৯৬৮ সালে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। এক ছবিতেই সুপারস্টার হয়ে যান বিনোদ। তার পর এক সঙ্গে ১৫টা ছবির নায়ক তিনি। ১৯৭১ সালে গীতাঞ্জলির সঙ্গে বিয়ে হয় বিনোদের। এর পর ৭২-এ রাহুল এবং ৭৫ সালে অক্ষয় খান্নার জন্ম হয়। কিন্তু সব ভালই ছিল। হঠাৎ করেই আধ্যাত্মিক চিন্তা কাজ করতে শুরু করে বিনোদ খান্নার মাথায়।

আচমকাই তিনি ওশোর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ওশোর চিন্তাধারায় তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, বলি ইন্ডাস্ট্রি থেকেও নিজেকে পুরোপুরি সরিয়ে নেন। আশ্রম থেকে তাঁকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। সংসারের মায়া ত্যাগ করেছিলেন বিনোদ। পরিবারের সঙ্গে সে সময়টা তাঁর দেখা তো দূর, কথাও হত না ঠিকভাবে। এই সময় বিনোদকে ডিভোর্স দেন স্ত্রী গীতাঞ্জলী! শোনা যায় এই সময় ওশোর আশ্রম ছাড়া কিছু জানতেন না বিনোদ। আমেরিকাতে চলে যাওয়ায় শেষ হয়ে যায় বিনোদের কেরিয়ার।

Filmfare recommends: Vinod Khanna's hits with Amitabh Bachchan | Filmfare.com
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিনোদ স্বামী বিনোদ ভারতী নামে নব-সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আধ্যাত্মিকতায় ডুবে শোবিজের দুনিয়াকে বিদায় জানালেও কয়েক বছর পর অবশ্য ফের বলিউডে ফিরে এসেছিলেন অভিনেতা। কিন্তু কেরিয়ারের প্রথম ইনিংসে যতখানি সফল হয়েছিলেন তিনি, দুর্ভাগ্যবশত দ্বিতীয় ইনিংসে ততখানি সাফল্য তিনি পাননি।

Back to top button