‘আমাদের মুখ দেখিয়ে টাকা কামাবে আর আমরা খাব গা’লাগালি, আমাদেরও ভাগ দাও!’ টেকনিশিয়ান, সাউন্ড ইঞ্জিনিয়ারদের উপর ক্ষো’ভ উগড়ে দিলেন দেবলীনা নন্দী!

বর্তমানে সংগীতশিল্পী (Singer) ও সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীকে (Debolina Nandy) ঘিরে চর্চা তুঙ্গে। তাঁর ব্যক্তিগত জীবনের চরম সংকটের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। নতুন বছরের শুরুতেই তিনি ফেসবুক লাইভে এসে নিজের মানসিক যন্ত্রণা ও পারিবারিক অশান্তির কথা তুলে ধরে আত্মহত্যার চেষ্টা করেন, যা গায়িকার অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলছে।
দেবলীনা পেশায় একজন গায়িকা। গান গেয়েই তিনি বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিভিন্ন জায়গায় স্টেজ শো করতে হয় দেবলীনাকে। সেই অর্থ দিয়েই বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব পালন করেন। এছাড়াও ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েও ইনকাম করেন। কিন্তু এবারে এই শো করতে গিয়েই কিসের মুখোমুখি হতে হয় জানালেন দেবলীনা।
সংগীতশিল্পীদের কাছে মঞ্চই হলো আসল জায়গা। কিন্তু সেই মঞ্চে গান গাইতে গিয়ে যদি চরম অব্যবস্থা আর টেকনিশিয়ানদের অপেশাদারিত্বের মুখে পড়তে হয়, তবে শিল্পীর পক্ষে অনুষ্ঠান চালিয়ে যাওয়া দায় হয়ে পড়ে। সম্প্রতি এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জনপ্রিয় গায়িকা দেবলীনা। বিভিন্ন জেলায় শো করতে গিয়ে বারবার যান্ত্রিক বিভ্রাট এবং টেকনিশিয়ানদের খারাপ আচরণের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
সম্প্রতি গায়িকা দেবলীনা অভিযোগ তুলেছেন যে, কিছু অসাধু টেকনিশিয়ান নিজেদের সোশ্যাল মিডিয়া পেজের ‘রিচ’ বা জনপ্রিয়তা বাড়াতে ইচ্ছাকৃতভাবে শিল্পীদের অস্বস্তিকর বা খারাপ পারফরম্যান্সের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন। অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে শিল্পীর গলায় সুর ঠিকমতো না লাগলে বা যান্ত্রিক ত্রুটির কারণে আওয়াজ বিকৃত হলে, সেই মুহূর্তগুলোই যত্ন করে রেকর্ড করা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক টেকনিশিয়ান শিল্পীদের না জানিয়েই তাঁদের দুর্বল মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছেন।
আরও পড়ুনঃ ‘কাশতে কাশতে গলা দিয়ে র’ক্ত বেরোচ্ছে তাও গেয়েছি…পেটে স্টেইন ছিল, ইউরিন দিয়ে র’ক্ত বেরিয়েছে তাও গান থামাইনি!’ ডাক্তারের বারণ না মেনেও শো করেছেন দেবলীনা! জমে থাকা সমস্ত অভিমান নিয়ে দর্শকদের দুয়ারে গায়িকা!
দেবলীনা অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, ‘আমরা টেকনিশিয়ানদের ওপর ভরসা করি যাতে অনুষ্ঠানটি সফল হয়। কিন্তু সেই ভরসার সুযোগ নিয়ে যদি কেউ আমাদের ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করে বা সস্তা প্রচারের জন্য আমাদের হাসির পাত্র বানায়, তবে সেটা মেনে নেওয়া যায় না। একটি ভিডিওর কয়েক হাজার ভিউ পাওয়ার জন্য একজন শিল্পীর বছরের পর বছর তৈরি করা সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। আর সেই রিচ নিয়ে তারা যেই অর্থ ইনকাম করছে তাহলে আমাদেরও সেটার ভাগ দিক।’

