শাশুড়ি বৌমার তিক্ত সম্পর্ক নয়, জলসার সেরা ৩ শাশুড়ি বৌমার সম্পর্ক যারা হার মানাবে মা মেয়ের সম্পর্ককে!

বর্তমানে বাংলা বিনোদনের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল হয়ে উঠেছে স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেলে সম্প্রসারিত ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে গড়ে ওঠা সম্পর্কগুলি এতটাই সুন্দর হয় যে, দর্শকরা বারবার তাদের প্রতি আকর্শিত হন। এই সম্পর্ক গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হল শাশুড়ি বৌমার সম্পর্ক। জলসার কিছু সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্কর পিছনে থাকা রহস্য নিয়েই এই প্রতিবেদন।
কথায় আছে রতনে রতন চেনে। আর এই মানুষ চেনার দক্ষতাকে কাজে লাগিয়েই সন্ধ্যার মতন একটি রত্নকে ঠিক চিনে ফেলেছেন বিজয়া। সন্ধ্যা তারা ধারাবাহিকের অন্যতম ইউএসপি হলো সন্ধ্যা এবং তার শাশুড়ি বিজয়ার সুন্দর সম্পর্ক। তাদের দেখে কে বলবে তারা শাশুড়ি বৌমা। শাশুড়ি থেকে মা হয়ে ওঠার যাত্রায় সফল বিজয়া।
অন্যদিকে পরম শত্রু থেকে মা হয়ে উঠেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লাবণ্য। এই যাত্রা একেবারেই ভিন্ন। শুরুতে দীপাকে গুলি করে মারতেও হাত কাঁপত না তার আর এখন সূর্যের চাইতেও তার কাছে আপন হয়ে উঠেছে এই দীপা। যে শ্যামবর্মা মেয়েটিকে একসময় ঘৃণা করতো লাবণ্য তাকেই আজ মাথায় করে রাখে সে। লাবণ্যর এই পরিবর্তন দর্শকদের মুগ্ধ করেছে। লাবণ্যকে পেয়ে মায়ের অভাব পূরণ হয়েছে দীপার।
অন্যদিকে আয় তবে সহচরী ধারাবাহিকে শাশুড়ি বৌমার সম্পর্কটা একটু ভিন্ন। এখানে বৌমা বরফি এবং শাশুড়ি মা সহচরীর সম্পর্কটা মা-মেয়ের তো বটেই তার চেয়েও অনেক গুণ বেশি দুই বান্ধবীর। একজন মায়ের সাথে তার মেয়ের মাঝে যেটুকু না বলা কথা থাকে সেটুকু তারা বলতে পারে তাদের বান্ধবীদের। আর এই ধারাবাহিকে মা থেকে সেই বান্ধবীতে পরিণত হয়েছিল সহচরী। ফলে বরফি আর সহচরীর সম্পর্ক হয়ে উঠেছিল সবার সেরা।
টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলি বর্তমান সমাজকে বেশ অনেকটাই প্রভাবিত করে তা বলাই বাহুল্য। এই ধারাবাহিকের প্রধান দর্শক ঘরের মেয়ে বউরা। তাই তাদের ওপর এর প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয়। স্টার জলসা শাশুড়ি বৌমার এই সুন্দর মেলবন্ধন দেখানোর মধ্যে দিয়ে প্রতিটি শাশুড়ি মাকে মা হয়ে ওঠার এবং বৌমাকে মেয়ে হয়ে ওঠার সুন্দর বার্তা প্রদান করছে।