ইশার বুদ্ধিতেই ইশাকে মাত দিল পর্ণা, তাদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিল ইশা নিজেই!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। আবার নিজের হাতেই পর্ণা সৃজনের হানিমুনের ব্যবস্থা করে দিল ইশা।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পর্ণাকে শায়েস্তা করতে সে মৌমিতা আর কৃষ্ণার সামনেই হানিমুনের টিকিট দুটো ছিঁড়ে ফেলে দেয় ইশা। এই দেখে বেশ মজা পায় কৃষ্ণা আর মৌমিতা। তাদের পরিকল্পনা যে সফল হয়েছে এটা ভেবেই আনন্দ করতে থাকে তারা ঠিক সেই সময় ঘরে ঢুকে আসে পর্ণা।

পর্ণা এসে সবাইকে বলে “হানিমুনে তো আমি যাবই, তবে তার আগে সৃজনকে এই ভিডিওটা দেখাবো।” তখন কৃষ্ণ জিজ্ঞাসা করে কোন ভিডিও? পর্ণা বলে সে ঘরের বাইরে দাঁড়িয়ে এই সমস্ত কাণ্ডকারখানার ভিডিও করে নেয়। এটা আসে সৃজনকে দেখিয়ে প্রমাণ করে দেবে যে তার মা তার ভালো একদমই সহ্য করতে পারে না। আর তার পাশাপাশি ইশার চাকরিটাও যাবে। তখন মৌমিতা তার কাছে অনুরোধ করে পর্ণা যাতে এরকম না করে। কৃষ্ণা ইশা সবাই পর্ণাকে এটা করতে বারণ করে।

তখন পর্ণা বলে ইশা যদি তার যাবার ব্যবস্থা করে দেয় তাহলে সে আর এসব কিছু করবে না। অনেকগুলো টাকা লাগবে জেনেও ইশা ভয়ে ভয়ে পর্ণাকে টিকিট কেটে দেয়। তারপর যখন সবাই তাকে ভিডিওটা ডিলিট করতে বলে তখন পর্ণা জানায় সে কোন ভিডিও করেইনি। এই শুনে ভীষণ রেগে যায় প্রত্যেকে, কিন্তু কারোরই কিছু করার থাকে না।

অন্যদিকে গাড়ি করে সৌমেন আর রুচিরা আংটি কিনতে যাওয়ার সময় দেখা হয়ে যায় চয়নের সাথে। চয়ন সঙ্গে সঙ্গে পর্ণাকে ফোন করে সবটা জানায়। এসব শুনে পর্ণারও খুব অবাক লাগে। তখনই হানিমুন ক্যান্সেল করে সে রুচিরা আর চয়নের বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে ফেলে।

Back to top button