সত্যিই কি অহংকারী হয়ে গেছে সবার প্রিয় “মিঠাই”! এবার জবাব দিলেন অভিনেত্রীর অনস্ক্রিন পিসি অর্পিতা

ছোটপর্দায় কাজ করে ভক্তদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড়পর্দায় চলে গিয়েছেন এমন অভিনেত্রী অনেক আছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে। আর সেখানে নিজের নাম সফল ভাবে লিখিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সম্প্রতি অভিনেত্রী প্রথম সিলভার স্ক্রিনে ডেবিউ করছেন। দেবের স্ত্রীর ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে। সামনেই রিলিজ প্রধান ছবির।

অভিনেত্রীর নতুন জার্নি শুরু হওয়ায় পর থেকেই তাকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। কিছুদিন আগেই সৌমি শেয়ার করেছিলেন একটি সাক্ষাৎকার। যাতে উল্লেখ করা হয়েছিল, সৌমিতৃষা নাকি বলেছেন ছোটপর্দায় তার থেকে বড় স্টার আর কেউ নেই। আর এই বিশেষ অংশটিকে অভিনেত্রী হাইলাইট করে জানান, এসবের কিছুই তিনি বলেননি।

সবটাই মশলা মাখিয়ে পরিবেশন করা হয়েছে। তাঁর আগে বিতর্ক উঠেছিল, তিনি সেবার বলেছিলেন তার আর ছোট পর্দায় ফেরার ইচ্ছে নেই। মিঠাই চরিত্রটিকে তিনি এবার ভুলতে চান। তার এই কথা আঘাত করেছিল হাজার হাজার মিঠাই ভক্তদের।

দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছেন তিনি। এর আগে তো এহেন একথা শোনা যায়নি। তার কোনও সহ অভিনেতাও এই নিয়ে কখনো কিছু বলেননি। তাহলে আজ হঠাৎ কেন? এপ্রসঙ্গে তাঁর অনস্ক্রিন পিসি অর্পিতা সকলের ভুল ভাঙিয়ে দিলেন। সুপারস্টার কিংবা তারকা হওয়া একেবারেই সোজা না। বরং, তাঁর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়।

অভিনেত্রী নিজেকে কতটা সুপারস্টার ভাবেন? এই প্রশ্ন করতেই অর্পিতা বলেন, “এটা কিন্তু সম্পূর্ন নিজের ব্যাপার। আমি নিজেকে স্টার ভাবলে স্টার, না ভাবলে না। আমি সেখানে উপস্থিত ছিলাম না যেখানে সৌমীর এই কথাকে ধরে বিনোদন নেওয়া হচ্ছে। আমি এটুকু জানি, সৌমীর নতুন শুরু। ও একজন ভাল অভিনেত্রী। একদম ঠিক ট্রাকে আছে। আর যত বড় হবে, ওকে নিয়ে আলোচনা হবে। আরো বেশি করে হবে। এটা নিয়ে আমার মতামত দেওয়ার কিছু নেই। তবে, এটুকু বলতে পারি, সুপারস্টার তারাই যারা ব্যবসা দেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরা।”

Back to top button