উৎসবকে সামনে রেখে রাজত্ব চালাবে বৈদেহি! দিব্যার ফোন ট্র্যাপ করে নতুন তথ্য পেলো জ্যাস

রোজ আরো বেশি করে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। বর্তমানে ধারাবাহিকটি চ্যানেল তথা টিআরপি টপার হিসেবে একেবারে শীর্ষে অবস্থান করছে। নতুন নতুন রহস্য ৮ থেকে ৮০ সমস্ত বয়সের দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। সব মিলিয়ে বর্তমানে জমজমাট এই মেগা।
বর্তমানে গল্প অনুযায়ী, নিজের বুদ্ধি এবং সাহসিকতার কাজে লাগিয়ে প্রত্যেকের অন্ধকার দিকটা জানতে পেরে গিয়েছে জগদ্ধাত্রী আর কৌশিকী। তারা বুঝতে পেরেছে ঠিক কিভাবে রাজনাথকে ফাঁসানোর চেষ্টা করেছিল তারই ছেলে উৎসব মুখার্জী। কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনে মিলে রহস্যের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। কৌশিকী মুখার্জীকে দ্বিতীয় গুলিটা কে করেছিল সেটা বাদ দিয়ে সবই প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দিব্যা সেন বৈদেহিকে ফোন করে ফাঁসিয়ে দেওয়ার কথা বললে সে ভীষণ ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় সেখানে চলে আসে উৎসব আর মেহেন্দি। মাকে কাঁদতে দেখে সন্দেহ হয় তার। মেহেন্দি আর উৎসব দুজনেই বৈদেহিকে এমন ভেঙে পড়ার কারণ জিজ্ঞেস করে কিন্তু বৈদেহি কিছুই বলতে চায় না। উল্টে সে তার ছেলে আর ছেলের বউকে কোম্পানির টাকা নয় ছয় করার জন্য অনেকগুলো কথা শোনায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, কোম্পানির চেয়ারে তারা দুজন বসলে কোম্পানিকে পরিচালন করবে সে নিজে।
এদিকে বৈদেহিকে ফোন করেছে দিব্যা সেন, এটা জানতে পেরে যায় জগদ্ধাত্রী। কারণ তারা আগের থেকেই দিব্যার ফোন ট্র্যাপ করছিল। জগদ্ধাত্রী কিছুতেই বুঝতে পারেনা দিব্যার সাথে তার শাশুড়ি মায়ের ঠিক কি সম্পর্ক। ফোন যখন সে করেছে তখন কিছুতে এমন রয়েছে যেটা তাদের অজানা রয়ে গিয়েছে। সেটা জানতেই উঠে পড়ে লাগে জগদ্ধাত্রী। এর মাঝেই কাঁকনের সন্ধান পেয়ে যায় দেবুর পোষা গুন্ডা। বাচ্চাটা কোথায় আছে সেই জায়গাটার সন্ধান দেবুকে দিয়ে দেয় সে। দেবু তাকে কাঁকনের উপর নজর রাখতে বলে।
এদিকে বৈদেহি নিজেই নিজের মনে মনে বলে, “যবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি দেখেছি এই বাড়ির রানী কৌশিকী। বাড়ি থেকে কোম্পানির সব জায়গায় রানীর মতন থেকেছে সে। আমি কিচ্ছু পাইনি। অনেকদিন অপেক্ষা করেছি অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি। কাউকে আমি এই জায়গা আমার থেকে কেড়ে নিতে দেব না। এবার সবকিছুর উপর রাজ করব আমি।” অন্যদিকে জ্যাস স্বয়ম্ভুকে বলে, তাদের সবাইকে এবার সামনে আসতে হবে আর এইসবের পিছনে যে রয়েছে তাকে খুঁজে বের করতে হবে।