জোলাপ মেশানো খাবার খাইয়ে মৌমিতাকে উচিৎ শিক্ষা দিল পর্ণা, ছাড় পেল না অয়নও!

অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এটাই জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের ইউএসপি। প্রত্যেকটি পদক্ষেপে এই ধারাবাহিক দর্শকদের এটা বুঝিয়ে দিয়েছে, যাই হোয়ে যাক না কেন যারা অন্যায় করেছে তাদের কখনো ছাড়া চলবে না। আর ঠিক এমনই এক চিন্তা ভাবনায় বিশ্বাসী এই ধারাবাহিকের নায়িকা পর্ণা। আর এবারেও তার অন্যটা হলো না।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা বুদ্ধি করে এই দত্ত বাড়িতে বাঁচানোর এবং এই বাড়ি থেকেই অর্থ উপার্জন করার একটা খুব ভালো পরিকল্পনা বের করে। আর সেই পরিকল্পনা অনুযায়ী তাদের অনেক লাভ হয়। কিন্তু এটা কোনভাবেই সহ্য করতে পারছিল না মৌমিতা আর অয়ন। তারা ইশার বুদ্ধিতে বারবার দত্ত বাড়ির মানুষদের ক্ষতি করতে চাইছিল এবং তাদের সম্মানহানি করতে চাইছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত হতে দিল না ধারাবাহিকের নায়িকা।
ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, পর্ণা তার প্রথম গেস্টদের জন্য খুব আদর যত্ন করে রান্না করে। সেই রান্না করা খাবারে জোলাপ মিশিয়ে দেয় মৌমিতা। এই প্ল্যানটা তাদের ইশা দিয়েছে। এইভাবে অপদস্ত করে তাদের নতুন গড়ে ওঠা বিজনেসটাকে একেবারে মেরে ফেলতে চাইছিল মৌমিতা। এরপর সবাইকে খাবার পরিবেশন করা হয়। সেই খাবার দেখেই তারা আনন্দিত হয়ে যায় কারণ সবটা এত সুন্দর সাজানো ছিল যে তারা চোখ সরাতে পারছিল না।
এরপর তারা খুব আনন্দ করে সব খাবার খায়। ঠাম্মি নিজের হাতে পায়েস রান্না করেছিল সেটাও তাদের দেওয়া হয়। সব মিলিয়ে এমন আতিথেয়তায় তারা অভিভূত। উপর থেকে সবটাই দেখতে থাকে মৌমিতা আর অয়ন। তারা ভেবেছিল এই খাবার চেয়ে তাদের হাতের জল শুকাবে না। সে সবকিছু হলোই না। এটা ভেবেই মন খারাপ হয়ে যায় তাদের। এরপর ঘরে গিয়ে বেশ আফসোস করতে থাকে মৌমিতা। ঠিক তখনই ঘরে চলে আসে পর্ণা রুচিরা বর্ষা।
তারা এসে মৌমিতাকে বলে, “আগের থেকেই রান্নাঘরে একটা ক্যামেরা সেট করা ছিল। তুমি যে খাবারের জোলাপ মিশিয়েছো এটা সেখানে ধরা পড়েছে। আগের থেকেই আমাদের জানা ছিল এরকম কিছু একটা হবে তাই আমরা দুই ভাবে খাবার সাজিয়েছিলাম। এখন আমরা যে খাবারগুলো নিয়ে এসেছি তাতে তোমার হাতের ওষুধ মেশানো আছে। এবার তুমি এগুলো খাবে আর যদি না খাও তাহলে এক্ষুনি তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।” পুলিশের নাম শুনে ভয়েতে সব খেয়ে ফেলে মৌমিতা আর তারপরেই মোচড় দেওয়া শুরু করে তার পেটে। সব জানতে পেরে অয়ন রেগে মেগে ঘরের বাইরে বেরিয়ে এলে রঙের উপর পা পড়ে যায় তার। আর সেই পায়ের ছাপের সঙ্গে সৃজনের তোলা সেই ছবি মিলিয়ে তারা দেখে হুবহু মিলে যাচ্ছে দুটো পায়ের ছাপ। আর সেখানেই ধরা পড়ে যায় অয়ন।