‘ট্রোল হয়নি বলেই টিআরপি কম’- টিআরপির কাছে হেরে শেষ হয়ে যাওয়ার পরেই ক্ষোভ উগরে দিলেন অভিনেতা!

আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্য সুরে গল্প বেঁধেছিল জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে অন্য ধারাবাহিকের কপি করা হয়েছে এই অপবাদ সহ্য করতে হয়েছে তাদের কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই মেগা। দীর্ঘ এক বছর পথ চলার পর সুন্দর ভাবে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। বেশ কিছু দর্শক রয়েছেন যারা এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় শোকাহত।
শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি তেমন একটা লাভজনক হয়নি। প্রথমে স্টার জলসার টিআরপি টপার ধারাবাহিকের বিপরীতে থাকায় তেমন ভালো ফল করতে পারেনি এই মেগা। বর্তমানেও সেভাবে স্লট জিততে পারছে না ইচ্ছে পুতুল। যার ফলে এই ধারাবাহিকটিকে চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনীহা দেখাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। ফলে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের প্রত্যেকটি প্লট বাস্তবের সাথে জুড়ে ছিল। বাস্তবকে কেন্দ্র করে খুব সাধারণ একটা গল্প সম্প্রচার করছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকে কাজ করে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা সেটা নিজেরাই স্বীকার করেছেন তারা। এই মুহূর্তে জিষ্ণু অর্থাৎ অভিনেতা শমীক এর আগে যাই কাজ করে থাকুন না কেন সেই সবের তুলনায় ইচ্ছে পুতুলের দাঁড়াই তাকে বেশি করে জেনেছে দর্শকমহল।
এক সাক্ষাৎকারে ধারাবাহিকের নায়িকা মেঘ অর্থাৎ তিতিক্ষাকে তার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে সে জানায়, “টিপিকাল বাংলা ধারাবাহিক বলতে যেটাকে বোঝানো হয় এটা সে সবার থেকে আলাদা। ধারাবাহিকের নায়িকা হয়ে আমি কখনো একগাদা গয়না পড়ে ঘুমোতে যাইনি। আর এমন কিছু কাল্পনিক ঘটনাও এখানে দেখানো হয়নি যেটা ঘটা সম্ভব নয়।”
আরও পড়ুন: রক্ত দিতেই জ্ঞান হারালো মেঘ, চিন্তায় পড়লেন অনিন্দ্য, সফল হলো ময়ূরীর পরিকল্পনা! ফাঁস আগাম পর্ব
টিআরপির প্রশ্ন উঠতেই ধারাবাহিকের নায়ক নীল অর্থাৎ মৈনাক যা উত্তর দিলেন সেটাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কি আরবি কেন উঠছে না? এর কারণ হিসেবে ধারাবাহিকের নায়ক মনে করেন, “এই ধারাবাহিকটিকে নিয়ে কখনো সেভাবে ট্রোল হয়নি কারণ ট্রোল করার মতন এমন কিছু দেখানো হয়নি এই ধারাবাহিকে। তাই জন্যই বোধহয় টিআরপি টা উঠল না। সেই জায়গায় আর পাঁচটা ধারাবাহিকে যা দেখানো হয় সেগুলোর নাম নিলাম না ওগুলোতে টিআরপি অনেক বেশি আর ট্রোলও হয় ব্যাপক।”