Trina Saha: বিপদ যেন কাটছেই না! আবারও অভিনেত্রী তৃনার জীবনে শোকের ছায়া!

ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃনা সাহা (Trina saha)। যদিও অভিনেত্রীকে নিয়ে বিতর্ক এখন চরমে। দর্শকমহলে বিশাল জনপরিচিতি তাঁর। তাঁর প্রথম সিরিয়াল ‘খোকাবাবু’ (Khokababu)। সেই ধারাবাহিক থেকেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। যদিও তাঁর শেষ ধারাবাহিক ‘বালিঝড়’ তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে তৃনার জন্য ধারাবাহিকের দর্শক সংখ্যা কম ছিল না।

‘মাতঙ্গী’ (Matongi) ওয়েব সিরিজে সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে মনোমালিন্য হওয়ায় কিছুদিন আগেই সেই সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি। ‘গভীর জলের ফিশ ২’ সিরিজেও তাঁকে দেখা যাবে না। যদিও ইন্ডাস্ট্রিতে তাঁর রাজ চললেও ব্যক্তিগত জীবনে তাঁর ভাগ্যটা এখন খুবই খারাপ। নিজের একজন কাছের মানুষকে হারালেন তৃনা। সেই দুঃখের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তৃনা।

২০২২-এ তৃনার দাদু মারা যান। ২০২৩-এর অক্টোবরে আরও একজনকে হারালেন তিনি। যাঁকে তিনি খুব ভালোবাসতেন। নায়িকার দিদা এবার চলে গেলেন। দিদার সঙ্গে তোলা শেষ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সে কথা জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘খুব মনখারাপ। দিদা চলে গেলেন। এর মধ্যেই শুট করছি।’

তৃণার শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, দিদার রাইস টিউব লাগানো। এটিই ছিল দিদা-নাতনির শেষ তোলা ছবি। ২০২২-এর জানুয়ারিতে তৃনা হারিয়েছেন তাঁর দাদুকে। তখন তৃণা ছবি দিয়ে লিখেছিলেন, ‘তারার দেশে আবার আমাদের দেখা হবে! তোমাকে মিস করব বলাটাও আসলে কম বলা হয়ে যাবে’! এক বছরের ফারাকে বাড়িতে আবারও নেমে এল শোকের ছায়া। এবার তিনি একটি ছবি দিয়ে লেখেন, ‘এটাই তাঁর সঙ্গে তোলা শেষ ছবি। তোমার খুব ভালবাসি। খুব মিস করব।’

Back to top button