ফের সবার শীর্ষে জগদ্ধাত্রী, আবারো প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেল অনুরাগের ছোঁয়া

প্রত্যেক সপ্তাহেই নিয়ম মেনে একটি নির্দিষ্ট দিন অনুযায়ী ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) উৎসাহ আরও অনেক গুণ বাড়িয়ে দিতে সম্প্রচারিত হয় টিআরপি তালিকা। মূলত বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।
ধীরে ধীরে বিনোদন জগতে টিআরপি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। আর এই টিআরপির জন্যই ধারাবাহিক গুলির মধ্যে তৈরি হচ্ছে একটি অলিখিত প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী হচ্ছে বিনোদন দানকারী ধারাবাহিক গুলি। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক সব প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে গেল।
কয়েক সপ্তাহ আগেই টিআরপি টপার এর স্থান থেকে সরে গিয়েছে অনুরাগের ছোঁয়া। প্রথম স্থান অর্জন করেছিল জি বাংলা। আর এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫।
দ্বিতীয় স্থানে রয়েছে আরো এক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই সপ্তাহে টিআরপিতে ৮.০ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যে ধারাবাহিক সেটি হলো নিম ফুলের মধু। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯।
৭.১ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা। পঞ্চম স্থানে রয়েছে তোমাদের রানী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।
BT •• জগদ্ধাত্রী ৮.৫
2nd •• ফুলকি ৮.০
3rd •• নিম ফুলের মধু ৭.৯
4th •• কার কাছে কই ৭.১
5th •• তোমাদের রাণী ৭.০